স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, ৭০০ এর ও বেশি শূন্যপদে
স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ |
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে 700 এরও অধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। রাজ্যের যে কোন স্থান থেকে পুরুষ এবং মহিলা উভয়ই যোগ্যপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারে, কিন্তু চাকরি পাওয়ার থেকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আজকের আমাদের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম। যার মাধ্যমে সেই সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন জানাতে পারে।
পোস্ট তারিখ:
22.08.2023
বিজ্ঞাপন নং:
CMOH/N24PGS/NHM/Rec./6667
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:
এখানে সম্পূর্নভাবে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লাগবে। সঙ্গে লাগবে চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার বৈধ নথিপত্র।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথমে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org তে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন যাবতীয় নথিপত্র দিয়ে করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে, সেটা দিয়ে লগইন করে যে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলবে সেটা নির্দিষ্ট তথ্য সহকারে খুব যত্ন করে ফিলাপ করতে হবে। ফিলাপ হয়ে গেলে এই দপ্তর চাকরি বাড়াতে জন্য যে আবেদনমূল্য ধার্য করেছেন সেটা জমা দিয়ে সাবমিট করলেই আপনার আবেদনটি জমা পড়বে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
কোন সংস্থা নিয়োগ করছে:
উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর।
কোন কোন পদে নিয়োগ হবে:
১. ব্লক ডাটা ম্যানেজার –
বয়সসীমা : ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে যোগ্য যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরিপ্রার্থীদের যে কোন বিষয়ে স্নাতক পাস এবং কম্পিউটারের ডিগ্রী বা ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও ৩ বছরের ডাটা রেকর্ডিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শুন্যপদ : 3টি
মাসিক বেতন : 22000 টাকা।
২. ব্লক এপিডেমিওলজিষ্ট :
বয়স সীমা : এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা 67 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : জীবন বিজ্ঞানে স্নাতক পাস অথবা BHMS/BAMS/BUMS ডিগ্রি এর সাথে MPH করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি Public Health এ কাজের অভিজ্ঞতা এবং Ph.D / M.Phil ইফতারি কোর্স করা থাকলে তারা অগ্রাধিকার পাবে।
মোট শূন্যপদ : 3 টি
মাসিক বেতন : 35,000 টাকা
৩. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার :
বয়স : চাকরিপ্রার্থীর বয়স 21 থেকে 40 এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : জীবন বিজ্ঞানের স্নাতক পাস এবং ম্যানেজমেন্ট ডিগ্রী বা ডিপ্লোমা করে থাকতে হবে। এর পাশাপাশি প্রয়োজন কম্পিউটার দক্ষতা ও পাবলিক হেলথ দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে সেই সমস্ত চাকরিপ্রার্থীরা এখানেগ্রাধিকার পাবে।
মোট শূন্য পদ : 4টি।
মাসিক বেতন : 35,000 টাকা।
৪.স্টাফ নার্স :
বয়স : সর্বোচ্চ 40 বছর।
শিক্ষাগত যোগ্যতা : GNM পাস থাকলেই এখানে আবেদন যোগ্য
মোট শূন্য পদ : 39 টি
মাসিক বেতন : 25,000 টাকা
৫. স্পেশালিস্ট :
বয়স : সর্বোচ্চ 67 বছরের মধ্যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারে
শিক্ষাগত যোগ্যতা : MBBS এ স্নাতক পাস ও সংশ্লিপ্ত বিষয়ে MD সম্পন্ন থাকতে হবে
মোট শূন্য পদ :
Medicine – 52টি
Paediatrics – 52টি
Gynaecology – 52টি
Ophthalmology – 52 টি
মোট : 208 টি
মাসিক বেতন:
65,000 থেকে 70,000 টাকা পর্যন্ত
ওপরে উল্লেখিত সমস্ত পদগুলির ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকবে
এছাড়াও যে সমস্ত বাকি পদগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে বিস্তারিত জানতে এবং আজকের এই প্রতিবেদন সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
আবেদন মূল্য:
জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য 50 টাকা।
আবেদনের শেষ তারিখ:
11.09.2023
অফিসিয়াল নোটিশ : Click Here
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here