sarkari chakri:

ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ, গ্রাজুয়েশন পাশে

ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ, গ্রাজুয়েশন পাশে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন যোগ্যতা সম্পন্ন অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। পশ্চিমবঙ্গ কিংবা ভারতে যে কোন জায়গা থেকে পুরুষ এবং মহিলা যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার হলো, যার মাধ্যমে চাকরিপ্রার্থীরা খুব সহজেই এখানে আবেদন জানাতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট তারিখ:

10.07.2023

কোন পদ্ধতিতে আবেদন করতে হবে:

এখানে সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদনের জন্য চাকরিপ্রার্থী একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লাগবে। এছাড়াও প্রয়োজন হবে চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার বৈধ ডকুমেন্টস্।

আবেদন পদ্ধতি:

এখানে আবেদনের জন্য সর্বপ্রথম এই নিয়োগের অফিশিয়াল ওয়েবসাইট ভারত পেট্রোলিয়ামে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর যে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলবে সেটা ফিলাপ করে পাসপোর্ট ফটোকপি এবং সিগনেচার আপলোড করতে হবে। সঙ্গে আপলোড করতে হবে যাবতীয় ডকুমেন্টস্। তারপর সাবমিট করলেই এপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:

এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউ নেয়া হবে এবং ইন্টারভিউ এর প্রাপ্ত নাম্বার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হবে।

কোন সংস্থা নিয়োগটি করছে:

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL).

কোন কোন পদে নিয়োগ হবে:

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস

মোট শূন্য পদ:

  • Mechanical – 30টি।
  • Electrical – 11টি।
  • Chemical – 42টি।
  • Civil – 9টি।
  • Computer Science – 10টি।
  • Instrumentation – 9টি।
  • Fire & Safety – 11টি।
  • Metallurgy – 3টি।
    সর্বমোট শূন্যপদ – 125 টি

বেতন:

মাসিক 25,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা:

এখানে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে 60% নম্বর নিয়ে B.Tech করা থাকতে হবে।

বয়সসীমা:

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকবে।

নিয়োগের সময়সীমা:

1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।

কাজের স্থান:

BPLC, Kochi Refinery, Ambalamugal, Kochi.

আবেদন মূল্য:

এখানে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ:

15.09.2023

অফিসিয়াল নোটিশ:

Click Here

অফিসিয়াল ওয়েবসাইট:

Click Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment