PM WANI Yojana: কেন্দ্র সরকার এবার বিনামূল্যে দিচ্ছে WiFi পরিষেবা, কিভাবে পাবেন এই সুবিধা? দেখুন বিস্তারিত !

PM WANI Yojana:- আমাদের জীবনে এখন বর্তমান ইন্টারনেট একটি অপরিহার্য্য অঙ্গ হতে গেছে। কেননা ইন্টারনেট ছাড়া এখন প্রায় কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। যেমন :- এখন প্রত্যেকটি স্কুল,কলেজ,হাসপাতাল,অফিস,থানা ইত্যাদি নানা জায়গায় কম্পিউটার এর মাধ্যমে সমস্ত কাজ হচ্ছে এবং কম্পিউটার ইন্টারনেট ছাড়া এখন দেখতে গেলে অকেজো হয়ে পরবে। এখন ইন্টারনেট এর মাধ্যমে যেহেতু সমস্ত ধরনের কাজ করতে হচ্ছে, তার জন্য অফিসিয়াল বিভিন্ন কাজে ইন্টারনেট এর খরচ যেহেতু বেশি হয়, তারজন্য সেখানে Wi-Fi মেশিন বসাতে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM WANI Yojana

কেননা মোবাইল এর ইন্টারনেটে এত কাজ করা সম্ভব নয়। যেহেতু WiFi কানেকসন বাড়িতে বসাতে বেশ মোট অংকের একটা টাকা খরচ হয়। তারজন্য সেই সমস্ত সমস্যার কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো, নতুন একটি প্রকল্প। যার নাম দেওয়া হয়েছে ‘PM WANI’ যোজনা।

যার মাধ্যমে বাড়িতে বাসিতে একদম বিনামূল্যে wifi বসিয়ে দেওয়া হবে। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে, কি এই প্রধান মন্ত্রী ওয়ানি যোজনা?, কিভাবে এই যোজনার সুবিধা আমরা নিতে পারবো? এই যোজনার সুবিধা? কিভাবে এই পরিষেবা দেওয়া হবে সাধারণ জনগণকে? ইত্যাদি বিষয়। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিতে আমাদের আজকের প্রতিবেদন। তাহলে আপনি যদি এই যোজনার সুবিধা নিতে চান, তাহলে আমাদের আজকে প্রতিবেদনটি অব্যশই শেষ অবধি পড়তে হবে।

আরও পড়ুন: জালিয়াতি রুখতে UPI নিয়ে এলো কয়েকটি বিশেষ নিয়ম

Pradhan Mantri WANI যোজনা কি?

PM WANI এর সম্পূর্ণ নাম হলো – Prime Minister Wifi Access Interface । কেন্দ্র সরকার প্রধানত এই যোজনার মাধ্যমে দেশের সাধারণ জনগনদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা কিছুটা হলেও হ্রাস করতে পারবে। কেননা ইন্টারনেট ছাড়া এখন আর কোনো কাজই সম্ভব হয় না। এই যোজনার মাধ্যমে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে wifi পরিষেবা। এটা ভারতীয় ইন্টারনেট জগতে একটা বিপ্লব আনতে পারে বলে মনে করা হচ্ছে।

কিভাবে এই পরিষেবা দেওয়া হবে সাধারণ জনগণকে?

এই যোজনার মাধ্যমে নিজের বাড়িতে wifi ইন্টারনেট কানেকশন বসাতে, সবার আগে কেন্দ্র সরকারের সরল সঞ্চার ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন করতে করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Certification এর আবেদন করতে হবে। দিয়ে বৈধ নিরাপত্তা শংসাপত্র যোগ করে Wifi Hotspot এর বিবরণ যোগ করতে হবে। দিয়ে Captive পোর্টাল এবং প্রমাণীকরণ URL যোগ করলেই আপনার এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এই যোজনার সুবিধা কি কি?

এই নতুন ইন্টারনেট যোজনার সুবিধাগুলো হলো –

1.এই Wifi Internet যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা লাভ করে ব্যবসায়ীরা নিজেদের ইনকাম বেশ অনেকটাই বৃদ্ধি পেতে পারে।

2.দেশের নাগরিকদের জন্য বানানো এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা।

3.দেশের সমস্ত Public Place এ এই সুবিধা দেওয়া হবে। যার ফলে এই ইন্টারনেট পরিষেবা সমস্ত ধরনের মানুষের কাছে পৌঁছে যাবে।

আরও পড়ুন: PM Pranam Yojana:- কেন্দ্রের নতুন প্রকল্প প্রধানমন্ত্রী প্রণাম যোজনা!

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment