প্রধানমন্ত্রী কিষান সম্মান: গত রবিবার অর্থাৎ 09.06.2024 তারিখে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করেছেন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই তিনি ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিলেন। প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার সাথে সাথেই প্রধানমন্ত্রী কিষাণ নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) এর ১৭তম কিস্তি প্রকাশ করার অনুমোদন দিয়েছেন তিনি। তবে কিছু কিছু কাজ সেরে রাখতে হবে না হলে পাওয়া যাবে না ৬০০০ টাকা।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৭ তম কিস্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন:-
প্রথমে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ‘Farmers Corner’ এ যেতে হবে।
তারপর ‘New Farmer Registration’ এ ক্লিক করে নিজের আধার নম্বর দিতে হবে।
এরপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এরপর PM-Kisan আবেদন পত্রটি পূরণ করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এরপর আবেদন পত্রের একটি প্রিন্ট কপি বার করে নিতে হবে।
এখানে প্রধানমন্ত্রী কিষান ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি-এর পদ্ধতি রইল:–
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ই-কেওয়াইসি এর লিঙ্কে যেতে হবে।
২) তারপর সেখানে ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি দেখতে পাওয়া যাবে।
৩) উল্লেখিত বক্সে নিজের ১২ অক্ষরের আধার নম্বরটি লিখতে হবে।
আরও পড়ুন: কর্মশ্রী প্রকল্প তে বছরে পাবেন ১২৫০০ টাকা
৪) তারপর ‘ সার্চ ‘ অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর নিজের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখতে হবে।
৬) তারপর ‘গেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন সেটি লিখতে হবে।
৮) এরপর আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
কারা কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?
১) চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশায় যারা রয়েছেন তারা এই স্কিমের সুবিধা পাবেন না।
২) কোনো প্রবীণ নাগরিক যদি সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হন এবং যদি ১০ হাজার টাকার বেশি পেনশন পান তাহলে তিনিও এই স্কিমের সুবিধা পাবেন না।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.