স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১৩ হাজার টাকা

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ: ঝাড়গ্রাম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে District Health & Family Welfare Department, Jhargram ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীর এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল। যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন দিতে পারেন।

এই চাকরি বিজ্ঞপ্তি দিয়ে কোথা থেকে প্রকাশিত হয়েছে:- District Health & Family Welfare Department, Jhargram এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি কে প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসের নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞাপন নং:- DH&FWS/JGM/2024/1103

পোস্ট তারিখ:- 18.06.2024

কোন কোন পদে নিয়োগ করা হবে:– এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের 12 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Clinic Psychologist
2.Medical Officer
3.Specialist Medical Officer ( Paediatrics)
4.Specialist Medical Officer ( Medicine)
5.Specialist Medical Officer ( Paediatrics)
6.Staff Nurse
7.Community Health Assistant
8.Multi Rehabilitation Worker
9.ICTC Lab Technician
10.Ayush Medical Officer
11.LDC (Ayush)
12.Group D (Ayush)

শিক্ষাগত যোগ্যতা:- ওপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের চাওয়া হয়েছে। তবে এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের National Medical Council স্বীকৃত ইনস্টিটিউট থেকে MBBS উত্তীর্ণ হতে হবে।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 21 থেকে 62 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

বেতন:- পদ অনুযায়ী বেতন আলাদা রয়েছে এখানে। কিন্তু , পদের ভিত্তিতে সর্বনিম্ন 13,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে।

আবেদন পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত ডকুমেনস্ট সহযোগে আবেদনটি জানাতে হবে।

আবেদন মূল্য:- এখানে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:- 17.07.2024

মোট শুন্যপদ:- এখানে 16টি শূন্যপদে রয়েছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment