পিছিয়ে গেলো আপার প্রাইমারি নিয়োগের মামলা: আবারও পিছিয়ে গেল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের সময়। নিয়োগ সম্পর্কিত যে মামলা আদালতে চলছে তার পরবর্তী শুনানির তারিখ রয়েছে আগামী 8 জুলাই।
পিছিয়ে গেলো আপার প্রাইমারি নিয়োগের মামলা
গত শুক্রবার কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ঐদিন শুনানি না হওয়াই শুনানির তারিখ পরবর্তী মামলা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রার্থীদের আবারো একবার অপেক্ষার প্রহর গুনতে হবে। আদালতের পূর্বের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন, তাদের নিজেদের মতামত পেশ করেছে তার আগে WBSSC তে নিজের বয়ান শুনিয়েছে।
একের পর এক তারিখ পেরিয়ে গেলেও আদালত থেকে ফাইনাল শুনানি হচ্ছে না। এর পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। নিয়োগের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরিপ্রার্থী, কিন্তু বারবার তারিখের পর তারিখ দেওয়ায় হতাশ হচ্ছে তারা।
দীর্ঘ 10 বছর থেকে একই কান্ড চলে আসছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এভাবে আর কতদিন চাকরি প্রার্থীরা ক্রমশ আশাহত হচ্ছে। দীর্ঘ 10 বছরের এই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সরকারের উপর ক্ষোভে ফেটে পড়ছেন চাকরিপ্রার্থীরা নিজেদের অধিকার লড়াইয়ের লক্ষ্যে তারা বারংবার রাজপথে এসে নামছে।
চাকরিপ্রার্থীরা এবার জোরদার দাবি জানিয়েছে যে প্রথম কাউন্সিলিং সম্পন্ন করে দ্বিতীয় কাউন্সেলিং দ্রুত শুরু করতে হবে। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের প্রায় ৯ হাজার প্রার্থীর স্কুল বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় দফার প্রায় দুই হাজার চাকরি প্রার্থীর কাউন্সিলিং বাকি রয়েছে।
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান যে, Upper Primary মোট শূন্য পদ সংখ্যা ছিল 14349টি তার মধ্যে 14349 জনের মেধা তালিকায় নাম আসে। প্রথম কাউন্সেলিং এ 8900 জনের নাম আসে। কিন্তু প্রথম কাউন্সিলিং হয়েই এর নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে থেকেছে দ্বিতীয় কাউন্সিলিং এখনো শুরু হয়নি। এখন আদালত থেকে ক্রমাগত তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। চাকরিপ্রার্থীরা দ্রুত এই নিয়োগ প্রক্রিয়ার অবসানের দিকে তাকিয়ে রয়েছে।