sarkari chakri:

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, আবেদন করলেই পেয়ে যাবেন 12 লক্ষ টাকা

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম:- প্রতিটি মানুষ চাই যে তিনি যখন কর্ম থেকে অবসর নেবেন তখন তার সংসার যেন সচ্ছলভাবে চলে। আর সচ্ছল সংসার চলার পেছনে যে জিনিসটি মুখ্য ভূমিকা পালন করে তাহলে অর্থ। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বেসরকারি দপ্তরে চাকরি করেন সরকারি চাকরি করেন মাত্র হাতে গোনা কয়েকজন। এই বেসরকারি কাজ থেকে যারা অবসর গ্রহণ করেন তারা অবসরের পরে কোনো পেনশনের সুবিধা পান না। সেই জন্য তাদের অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম

এবার এই অসুবিধা থেকে নিস্তার পাওয়ার জন্য কেন্দ্র সরকার একটি দুর্দান্ত প্রকল্পের আয়োজন করেছে। আজ আমরা পোস্ট অফিসের এমনই এক স্কিম সম্পর্কে আলোচনা করব যা একটি মানুষের জীবনকে সুন্দর ও সুরক্ষিত করে তুলতে পারে।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন কারণ এখানে টাকা লুট হওয়ার কোনো ভয় নেই। প্রতিটি মানুষ বিনিয়োগের ক্ষেত্রে FDকেই আগে পছন্দ করেন।

পোস্ট অফিস যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চালু করেছে সেখানে 8.2% হারে সুদ পাওয়া যায়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল হাজার টাকা। সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। ম্যাচিওরিটির সময়কাল হল 5 বছর। কোনো ব্যক্তির আয়ু যদি 60 বছর বা তার বেশি হয় তাহলে নির্দ্বিধায় এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

অপরদিকে যে ব্যক্তিরা VRS নেওয়ার কথা ভাবছেন অর্থাৎ যারা সিভিল সেক্টরে সরকারি কর্মী ও প্রতিরেক্ষা কাজ থেকে অবসর নিতে চাইছেন তারা কিছু শর্ততে ছাড় পাবেন ওই স্কিমে বিনিয়োগ করলে। সিনিয়র সিটিজেনরা এই সেভিংস স্কিম থেকে সর্বোচ্চ 12 লক্ষ 30 হাজার টাকা সুদ পাওয়া যেতে পারে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment