SSC এর ২৬০০০ চাকরির নতুন রহস্য সামনে এলো, কি সেই রহস্য দেখে নিন!

SSC এর ২৬০০০ চাকরির নতুন রহস্য: SSC 26,000 চাকরি বাতিল মামলায় এলো নয়া আপডেট। এবার SSC সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছে তথ্য গরমিল জনিত প্রশ্নের ব্যাখ্যা নিয়ে।.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC এর ২৬০০০ চাকরির নতুন রহস্য সামনে এলো

গোপন সুত্র মারফত খবর অনুযায়ী যতদূর জানা গিয়েছে সেটা হল, SSC-এর সুপারিশের হিসেব ও পর্ষদের নিয়োগপ্রাপ্তদের সংখ্যার হিসেবের মধ্যে গরমিল দেখা যাচ্ছে। আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী ও বঞ্চিত চাকরিপ্রার্থীরা। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যত জড়িয়ে আছে এই মামলার সাথে।

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের সংখ্যার হিসাবের সাথে স্কুল সার্ভিস কমিশনের (SSC) সুপারিশের সংখ্যার মধ্যে তথ্যের গরমিল আছে। আর এই বিষয়টি কলকাতা হাইকোর্টে বারবার উঠে এসেছিল শুনানির সময়। এবার এই তথ্যের গরমিলের সঠিক ব্যাখ্যাই সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরবে স্কুল সার্ভিস কমিশন (SSC)।

SSC এখন আপ্রাণ চেষ্টা করছে যাতে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি না যায়। SSC -এর সুপারিশের সাথে পর্ষদের সংখ্যার যে তথ্যের অমিল আছে কিভাবে তার ব্যাখ্যা দেওয়া যাবে সেই বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে SSC। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবি ফিরদৌস শামীম জানান এই মামলাটির শুনানি যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন এসএসসি ও পর্ষদ এ বিষয়ে হলফনামা জমা দিয়েছিল। সেখানে দেখা যায় বোর্ড ও এসএসসির দেওয়া তথ্যের মিল নেই।

এবার দেখা যাক এসএসসি যে তথ্য দেবেন তার সাথে যদি আগের দেওয়া তথ্যের গরমিল হয়, সেটি তারা আদালতের নজরে আনবেন তারপর আদালত যা বিচার করার তা করবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment