ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ: NHAI এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ টি পরিচালনা করবে National Highway Authority of India।
ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- NHAI এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।
বিজ্ঞাপন নং:- উল্লেখিত নেই।
পোস্ট তারিখ:- 21.06.2024
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের 5 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
1.General Manager (Finance)
2.Chief General Manager (Legal)
3.General Manager ( Land Acquisition & Assets Management)
4.Junior Hindi Translator
5.Hindi Translator
যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত সংস্থা থেকে আইনের ডিগ্রী থাকতে হবে।
বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 56 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে সর্বোচ্চ মাসিক 2,15,900 টাকা পর্যন্ত।
মোট শূন্যপদ:- 5টি শূন্যপদ।
আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য NHAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে বেসিক কিছু তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন হতে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। তারপর জরুরি সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে । দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা, শারীরিক ফিটনেস টেস্ট, মেডিক্যাল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন মূল্য:- আবেদন মূল্য সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা হয়নি ।
আবেদনের শেষ তারিখ:– 22.07.2024 (বাড়ানো হয়েছে)।