মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ: D.N.DE Homoeopathic Medical Collage & Hospital এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখানে আবেদন জানাতে পারে। এই নিয়োগটি পরিচালনা করবে D.N.DE Homoeopathic Medical Collage & Hospital।
মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:– D.N.DE Homoeopathic Medical Collage & Hospital এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।
বিজ্ঞাপন নং:- DHC/Estt-26/16/343/2024-25
পোস্ট তারিখ:- 09.07.2024
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের Group D পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা:- ওপরে উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হিতে হবে।
বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পেয়ে থাকবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীকে 8000 টাকা মোট মাসিক সাম্মানিক দেওয়া হবে।
মোট শূন্যপদ:– এখানে 1টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:– এখানে চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন সেখানে সমস্ত ডকুমেন্টস সহযোগে উপস্থিত থাকতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান:- D.N.DE HOMOEOPATHIC MEDICAL COLLAGE & HOSPITAL,12,Gobinda Khatick Road, Kolkata – 700046
আবেদন মূল্য:- এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না চাকরিপ্রার্থীদের।
ইন্টারভিউয়ের তারিখ:- 25.08.2024 সকাল 11টা।