প্রকাশিত হলো ANM GNM 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি

ANM GNM 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ANM & GNM পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। পরীক্ষার তারিখ তো আগেই পরিবর্তন হয়েছিল, কিন্তু এবার সেটার পাশাপাশি নতুন ভাবে এডমিট কার্ড ডাউনলোড করার দিনও ঘোষণা করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANM GNM 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড

আগের ঘোষণা করা তারিখ অনুযায়ী পরীক্ষাটি হওয়ার কথা ছিল 14ই জুলাই 2024 তারিখে। এবার বোর্ডের তরফ থেকে নতুন ঘোষণা করা তারিখ অনুযায়ী পরীক্ষাটি হবে আগামী 4রা আগস্ট 2024 তারিখে । এর পাশাপাশি এবার বোর্ড জানিয়ে দিল এই পরীক্ষার এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীরা। বোর্ডের ঘোষনা করার নতুন তারিখ অনুযায়ী আগামী 29 শে জুলাই 2024 তারিখ থেকে ছাত্র-ছাত্রীরা তাদের এডমিট কার্ড টি ডাউনলোড করে নিতে পারবে।

Admit Card ডাউনলোড করার পদ্ধতি:– এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ছাত্র-ছাত্রীদের সবার আগে ANM GNM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নাম্বার ও Date of Birth দিয়ে লগইন করে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।

Admit Card ডাউনলোড করার শেষ তারিখ:- ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে 04.08.2024 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস:- 04.08.2024 তারিখ অর্থাৎ পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার জন্য, সেগুলি হল –

  1. অ্যাডমিট কার্ড (রঙিন)
  2. যেকোনো সচিত্র পরিচয়পত্র (আধার,প্যান)
  3. পাসপোর্ট সাইজ কালার ছবি (রেজিস্ট্রেশন করার সময় দেওয়া ছবি)।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে যাওয়া Allow নেই। সুতরাং এইগুলি যদি কারো কাছে ধরা পড়ে তাহলে তার পরীক্ষার খাতা Cancel পর্যন্ত হয়ে যেতে পারে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment