অষ্টম শ্রেণী পাশে নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ: Dharmada Government P.T.T Institute এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে কর্মী নিয়োগ করা হবে।
অষ্টম শ্রেণী পাশে নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ
এই নিয়োগটি পরিচালনা করবে Dharmada Government P.T.T Institute। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Dharmada Government P.T.T Institute এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।
পোস্ট তারিখ:- 16.07.2024
বিজ্ঞাপন নং:- 121
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের 2 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
1.Night Guard
2.Karmabandhu
যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে।
বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন সমন্ধে অফিসিয়াল নোটিশে সঠিক ভাবে উল্লেখ করা হয়নি।
মোট শূন্যপদ:- এখানে 2টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সমস্ত রকম তথ্য দিতে পূরণ করে নিতে হবে । তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সহযোগে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি খামে ভরে উল্লেখিত ঠিকানায় সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:- Principal, Dharmada Government P.T.T.I , Vill+P.O – Dharmada, P.S-Nakashipara, Dist – Nadia, Pin – 741138
প্রয়োজনীয় ডকুমেন্টস:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সেগুলো হলো –
1.আবেদনকারীর বাসিন্দা সার্টিফিকেট
2.আধার কার্ড
3.ভোটার কার্ড
4.পাসপোর্ট সাইজের ছবি
5.শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
6.মোবাইল নং ইত্যাদি।
প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়ায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:- এখানে চাকরিপ্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:- এখানে আবেদনের শেষ তারিখ হলো 02.08.2024 ।