ইউনিয়ন বাজেট ২০২৪: রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করছেন তিনি ।এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
ইউনিয়ন বাজেট ২০২৪
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে মোবাইল ফোন এবং চার্জার সস্তার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি সোনা-রূপা প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর দাম কমার কথা জানিয়েছেন। সোনা ও রুপো ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে, যার ফলে এবার থেকে কমবে সোনা রুপোর দাম। এর পাশাপাশি সস্তা হবে প্ল্যাটিনামও। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় সোনা এবং রুপোর উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব করেছেন।
এছাড়া প্লাটিনামের শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে মোবাইল ফোন এবং চার্জারগুলিতে ১৫ শতাংশ শুলক কমানো হয়েছে। এ কারণে কমতে চলেছে মোবাইল ফোন চার্জারের দাম। সস্তা লিথিয়াম ব্যাটারি। যার কারণে বিক্রিতে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি সস্তা হওয়ার কথাও জানিয়েছেন ।মোবাইল, চার্জার, ক্যানসারের ৩ ওষুধ, এক্স রে মেশিন, সোনা, রূপা, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, ২৫টি খনিজ পদার্থ বৈদ্যুতিন সামগ্রী, দাম কমল ক্যামেরার লেন্সের, সস্তা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি , বৈদ্যুতিক গাড়ি, সামুদ্রিক খাবার, জুতো।
2024 বাজেটে দাম বাড়ল যে সমস্ত দ্রব্যের :-
1.এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
2.সরকার নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
3.নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ
4.সরকার ১০ লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে ১ শতাংশ টিসিএস আদায়ের প্রস্তাবও দিয়েছে।
5.সোলার গ্লাসে শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী।
এসবের পাশাপাশি তিনি আর জানিয়েছেন যে :
১.৫ বছরে ৪.১ কোটি যুবক-যুবতী কাজ পাবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
২. কলকাতায় মেট্রোর ৩ প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দ বাড়ল বাজেটে
৩.এই বাজেট সমাজের প্রতিটি স্তরকে শক্তি দেবে: মোদী
৪ .নতুন কর নিয়মে কাঠামো বদল
৫. বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশ
৬. মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে
৭. ১৯৬১ সালের আয়কর আইনের পর্যালোচনার ঘোষণা
৮. আয়কর আইনের পর্যালোচনা, টিডিএস কমানোর ঘোষণা
৯. মোবাইল ও চার্জারের শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হল
১০. বন্যা রুখতে ও পর্যটন প্রসারের জন্য ঘোষণা
১১. আবাস যোজনায় তিন কোটি বাড়ি, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়
১২. ইন্টার্নশিপ এবং পড়ুয়াদের প্রশিক্ষণে নজর, দেওয়া হবে শিক্ষা ঋণ
১৩. কেন্দ্রের নজরে বাংলা সহ পূর্ব ভারতের উন্নয়ন
১৪. EPFO নিয়ে বড় ঘোষণা নির্মলার
১৫. কৃষি খাতে বরাদ্দ ১.৫২ কোটি টাকা
১৬. ফসলের উৎপাদনশীলতা বাড়াতে জোর
১৭. ৯টি ইস্যুর ওপর ফোকাস
১৮. শিক্ষা ও কর্মসংস্থানে ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ
১৯. বাজেট প্রস্তাব পেশ করতে শুরু করলেন নির্মলা
২০. ‘আত্মনির্ভরতা লক্ষ্যে বাজেট’