Rail Land Development Authority তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা গ্রাজুয়েশন পাশ

Rail Land Development Authority তে কর্মী নিয়োগ: RLDS এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় Chief Architect পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Rail Land Development Authority।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rail Land Development Authority তে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Rail Land Development Authority এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।

পোস্ট তারিখ:- 23.07.2024

পোষ্ট তারিখ:- 1974/RLDA/HR/Vacancy Notices

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের ‘Chief Architect’ পদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:- এই সমস্ত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

বেতন:- মাসিক বেতন সমন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

মোট শূন্যপদ:- এখানে মোট 1টি শূন্যপদে রয়েছে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি এবং ফিলাপ করা ফর্ম একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:- Dy. General Manager (HR), Rail Land Development Authority, Unit No – 702-B, 7th Floor, Konnectis Tower-II,DMRC Building, Ajmeri Gate, Delhi – 110002

ইন্টারভিউ এর তারিখ :- এখানে 20.08.2024 তারিখ আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সেগুলো হলো –

1.আধার কার্ড
2.ভোটার কার্ড
3.পাসপোর্ট সাইজের ছবি
4.শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
5.মোবাইল নং ইত্যাদি

  1. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

প্রার্থী বাছাই পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:- এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না চাকরিপ্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ:- এখানে যাকে বেড়াতে এর আবেদন জানানো যাবে 20.08.2024 তারিখ পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment