কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ১৪ হাজার টাকা: CU Recruitment 2024

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ: Kolkata University এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় CRS Project Fellow পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Kolkata University।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Kolkata University এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।

পোস্ট তারিখ:- 22.07.2024

বিজ্ঞাপন নং:- অফিসিয়াল নোটিশে উল্লেখিত নেই

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের CRS Project Fellow পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা:- এই সমস্ত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে।বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিতে পারেন।

বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সমন্ধে সঠিক ভাবে উল্লেখ করা নেই।

বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 14,000 থেকে 31,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ:- এখানে মোট 1টি শূন্যপদে রয়েছে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য সবার আগে অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সমস্ত রকম তথ্য সহযোগে সেটিকে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি এবং ফিলাপ করা ফর্ম এর একটি পিডিএফ বানিয়ে সেটিকে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে। অথবা ডকুমেন্টসগুলির জেরক্স কপি ও ফিলাপ করা ফর্ম একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:– Prof. Urmi Chatterji,Principal Investigator, Department of Zoology, University of Calcutta, 35 BC Road, Kolkata – 700019

আবেদনপত্র পাঠানোর Email id:- urmichatterji@gmail.com

আবেদন মূল্য:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না।

আবেদনের শেষ তারিখ:- এখানে আবেদন জানানো যাবে বিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী 14 দিক পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment