রায়পুর এইমসে কর্মী নিয়োগ: Raipur AIIMS আবারও নিয়ে এলো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় এখানে “Project Assistant” পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES,Raipur ।
পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে এখানে উপযুক্ত চাকরিপ্রার্থীরা তাদের চাকরির জন্য আবেদন জানাতে পারেন। কেননা, সরকারি চাকরির এই প্রতিবেদনে উল্লেখিত আজকের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে। যেটা আপনাদের এখানে চাকরিতে আবেদন জানানোর জন্য বিশেষ সাহায্য করবে।
বিজ্ঞাপন নং : Admin/Rec./AIIMSRPR/T&E/003
পোস্ট তারিখ : আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি রাইপুর AIIMS এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 08.08.2024 তারিখে।
কোন পদে নিয়োগ করা হবে : এখানে চাকরিপ্রার্থীদের ‘Project Assistant’ পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : আজকের এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরি বাড়াতেদের ন্যূনতম 50% নম্বর নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রী পাস করা থাকতে হবে।
বয়সসীমা : ওপরও উল্লেখিত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়মা অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।
বেতন : আজকের এই চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীরা মাসিক 17,000 টাকা বেতন পেয়ে থাকবে।
আবেদন পদ্ধতি : চাকরি প্রাচীরের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রথমেই অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে, সেটিকে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিযে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে দিতে হবে। দিয়ে ও ফিলাপ করা ফরম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এর একটি পিডিএফ বানিয়ে উল্লেখিত ইমেইল আইডিতে নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন পাঠানোর ইমেইল আইডি : teadeptt@aiimsraipur.edu.in
মোট শূন্যপদ : এখানে শুধুমাত্র 1টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষায হবে না।
কাজের স্থান : এখানে চাকরিপ্রার্থীদের রাইপুর AIIMS এ কাজ করতে হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ : এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানানো যাবে আগামী 20.08.2024 তারিখ পর্যন্ত।