BECIL তে Consultants সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

BECIL তে Consultants নিয়োগ: ভারতবর্ষের সর্ববৃহৎ ব্রডকাস্টিং সংস্থা BECIL অর্থাৎ Broadcast Engineering Consultant India Limited সম্প্রতি প্রকাশ করেছে ফের নতুন একটি বিরাট বড় চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য থেকেই এখানে চাকরিপ্রার্থীরা কাজের জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা BECIL এ চাকরি করার স্বপ্ন দেখছিলেন এতদিন তাদের জন্য এইটা একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ হতে পারে। “সরকারী চাকরি” আজকের এই প্রতিবেদনটি পড়েই এখানে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা খুব সহজেই আবেদন জানাতে পারবে। কেননা, এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আজকের উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

বিজ্ঞাপন নং : 474

পোস্ট তারিখ :- Broadcast Engineering Consultants India Limited এর তরফ থেকে প্রকাশিত এই নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 07.08.2024 তারিখে।

কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে : BECIL এ তরফ থেকে প্রকাশিত এই নতুন চাকরির বিজ্ঞপ্তি অনুসারে এখানে Consultants,Young Professional সহ আরো বিভিন্ন ধরনের পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন জানানোর যোগ্যতা: এই সমস্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে। এছাড়া বিস্তারিত জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আবেদনের জন্য বয়সসীমা : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 50 বছরের মধ্যে।

বেতন : এই জাতির বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী যেহেতু এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্যে পদ অনুসারে বেতনের পরিমাণও ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে সমস্ত পদগুলির ক্ষেত্রে ন্যূনতম মাসিক 40,000 টাকা থেকে এখানে বেতন শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি : BECIL এর তরফ থেকে প্রকাশিত এই নতুন চাকরির বিজ্ঞপ্তি অনুসারী, এখানে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য অফিশিয়াল নোটিশ থেকে সবার আগে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে সেটাকে প্রিন্ট করে সমস্ত রকম তথ্য সহ করেছে একদম সঠিকভাবে পূরণ করে নিতে হবে । দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট এর জেরক্স কপি এবং পূরণ করা ফরম একটি মুখ বন্দী খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় উল্লেখিত সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : Mr Sushil Kumar Arya, Project Manager (HR), Broadcast Engineering Consultants India Limited (BECIL),BECIL BHAWAN,C-56/A-17,Sector-62,Noida-201307 (U.P).

মোট শুন্যপদ: এই বিজ্ঞপ্তিতে মোট উল্লেখিত শূন্য পদে সংখ্যা হল 10টি।

প্রার্থী নিয়োগ পদ্ধতি: এখানে আবেদনকারী সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, ইন্টারভিউ ত্যাগ করতে পারলেই তাদের চাকরি নিশ্চিত।

আবেদনের শেষ তারিখ : চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 19.08.2024 তারিখ পর্যন্ত।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment