১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ। কি হলো শেষ পর্যন্ত ? বিস্তারিত দেখুন!

১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ: একদম 11 ঘন্টা জিজ্ঞাসা বাদের পর CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ওরফে দুর্নীতিবাদের গুরুদেব সন্দীপ ঘোষ। আর জি কর কাণ্ডে তাকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকেরই জিজ্ঞাসাবাদ নিয়ে পঞ্চমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু জিজ্ঞাসাবাদে কারণ এখনো পর্যন্ত ধোঁয়াসাই রয়েছে। গত মঙ্গলবার সকাল 11টা 25 মিনিটে CGO কমপ্লেক্সে প্রবেশ করেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তার আগের দিন অর্থাৎ সোমবার সকালেও তাকে হাজিরা দিতে যেতে হয়েছিল সিজিও কমপ্লেক্সে । বেরিয়েছিলেন রাত্রি প্রায় সাড়ে 11টা নাগাদ।

আরজি কর কাণ্ডের মহিলা ডাক্তার খুনের কেস এখন কলকাতা পুলিশের কাছ থেকে CBI এর অধীনে নেওয়া হয়েছে। যার ফলে কত বৃহস্পতিবার প্রথমবার প্রাক্তন্সিপাল সন্দীপ ঘোষ কে ডাকা হয়েছে CGO অফিসে। কিন্তু সেই ডাক সত্ত্বেও সন্দীপ সেদিন কিন্তু এখানে হাজির হননি।

পরের দিন অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দ্বীপের আইনজীবী জানিয়েছেন যে, “নিরাপত্তাহীনতায় ভুগছেন তার মক্কেল মিস্টার সন্দীপ” । পর্যাপ্ত নিরাপত্তার আবেদন তিনি জানিয়েছিলেন। ঐদিনই রাস্তা থেকে সিবিআই মূলত একদম কোমরের দড়ি বেঁধে তাকে গাড়িতে তুলে নিয়ে তুলে আছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্স এ।

সেদিন থেকে প্রতিদিনই একবার করে হাজিরা দিতে যেতে হয় সন্দীপকে সেখানে। গত রবিবার সন্দ্বীপকে প্রায় সাড়ে 13 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গভীর রাতে তিনি বাড়ি ফেরেন। সেই বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি চারপাশে বিক্ষোভকারী ক্ষোপে ফেটে পড়া সাধারণ জনগণের ভিড় উপচে পড়ে। তারপর একে একে বারবার সন্দ্বীপের বাড়ি বিভিন্ন সময়ে ঘেরাও করা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বার্তা উঠলেন অভয়ার বাবা-মা

সোমবার সকাল 10টা নাগাদ সিবিআই দপ্তরে পৌঁছে যায় সন্দীপ। 12 ঘণ্টায় জিজ্ঞাসাবাদ এর পর মঙ্গলবার আবারো হাজরত সন্দীপ সিবিআই দপ্তরের। কিন্তু সিবিআই তরফ থেকে সন্দীপকে বারবার কেন ডাকা হচ্ছে অথবা ডাকা হলেও তার কোন সদগতি এখনো পর্যন্ত কেন পাওয়া যাচ্ছে না সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে?

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment