Supriyo Bose Digital Marketing Agency এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে Web designer, Sales Executive, Social Media Manager এবং SEO Expert পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোন জায়গা থেকে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন জানাতে পারেন । আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু বিস্তারিত দেখে নিন “Sarkari Chakri” এর আজকের এই প্রতিবেদনে।
এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে : – এই Supriyo Bose Digital Marketing Agency এর তরফ থেকে Web designer, Sales Executive, Social Media Manager ইত্যাদি পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ বাড়িতে বসে এখানে চাকরি হয় তাদের কাজ করতে পারবেন। (Freelancing Basic Job )
যোগ্যতা : ওপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হবে না। তবে উল্লেখিত প্রতিটি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : যেকোনো বয়সে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন চাকরির জন্য। বয়সের কোনো বাধাধরা নিয়ম এখানে উল্লেখ নেই।
বেতন : নিযুক্ত প্রার্থীদের আলোচনার সাপেক্ষে বেতন দেয়া হবে।
আবেদন পদ্ধতি : আবেদনের জন্য বিশেষ কোনো পদ্ধতির অবলম্বন করার দরকার হবে না। সরাসরি HR কে কল করে আপনি আবেদন জানাতে পারেন।
আরও পড়ুন: রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ |
HR মোবাইল এবং WhatsApp No – 8910853150
বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন – Click Here