sarkari chakri:

কোলগেট ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ 2024, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করুন

কোলগেট ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ: সম্প্রতি কোলগেট ফ্যাক্টরি তরফ থেকে বেরিয়ে এল আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে 10টি পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোলগেট ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ 2024

পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে চাকরি প্রার্থীরা পুরুষ মহিলা নির্বেশেষে সবাই আবেদনযোগ্য। “সরকারি চাকরি”র আজকের প্রতিবেদনে উল্লেখিত এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের বিশেষ সুবিধায় লাগবে।

এখানে কোন পদে নিয়োগ করা হবে : এখানে চাকরিপ্রার্থীদের Helper অথবা Assistant পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : এখানে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে এই নিয়োগ করা হবে। কিন্তু, অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস থাকা প্রার্থীরা আগ্রাধিকার পাবে।

বয়স : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে

বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 15,500 থেকে 16,500 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : এখানে যারা আগে কল করবেন অফিসিয়াল নম্বরে, তারা আগে সুযোগ পাবে এখানে।

অফিসিয়াল নম্বর : 9002803692

কল করবার সময় : এখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কল করা যাবে।

কাজের সময় : প্রতিদিন 8 ঘন্টা এখানে কাজ করতে হবে।

আরও পড়ুন: Web Development IT Company তে কর্মী নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment