আপনার আধার কার্ড দুষ্কৃতীদের হাতে চলে যায়নি তো? নাহলে আফসোস করতে হবে আপনাকে !

এখন বর্তমানে প্রতিটা ভারতীয় জন্য আধার কার্ড শুধু একটা পরিচয় পত্র নয়, প্রতিটি ব্যক্তির সমস্ত রকম তথ্যের একত্র ভান্ডার এটা। ব্যাংক একাউন্ট খোলা থেকে সিম কার্ড নেওয়া, কোন স্কুল বা কলেজে ভর্তি হওয়া থেকে চাকরি পরীক্ষা দেওয়া ইত্যাদি সমস্ত জায়গায় এই 12 সংখ্যার আধার কার্ড নম্বরটি এক অপরিহার্য অংশ হিসেবে এখন দাঁড়িয়ে গেছে। একথা বলা যেতেই পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু এই সুবিধা দিনদিন যেমন মানুষের কাছে বেড়ে যাচ্ছে, তেমনি এই সুবিধার অপপ্রয়োগ করে কিছু দুষ্কৃতী ব্যক্তি আপনার ক্ষতি করে দিতে পারে। যেমন ধরুন, আপনি আপনার আধার নম্বর দিয়ে যদি একটা সিম কার্ড নেন, কিন্তু পরে জানতে পারলেন কেউ আপনার নামে আরও সিম কার্ড নিয়ে নানারকম অপকর্ম করে বেড়াচ্ছে। এরকম ঘটনা এখন প্রায়ই শোনা যাচ্ছে। সুতরাং, নিজের সুরক্ষার জন্য আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন।

আপনার আধার কার্ডের তথ্য নিয়ে কেউ অপব্যবহার করছে কিনা সেটা কিভাবে বুঝবেন ?

আপনার নিজের আধার কার্ডের যে কোনো রকম তথ্য নিয়ে কেউ বা কারা অর্থাৎ দুষ্কৃতীরা যেকোনো রকম খারাপ কাজ করছে কিনা সেটা বুঝে নেওয়ার পদ্ধতি ধাপে ধাপে দেখে নিন এবার –

1. প্রথমেই আপনাকে যেকোনো ব্রাউজার থেকে চলে যেতে হবে UIDAI অর্থাৎ ভারতীয় আধার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে।

2. তারপর সেখানে গিয়ে Aadhaar Services অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

3. দিয়ে Aadhar Authentication History অপশনে যেতে হবে।

4. সেখানে যাওয়ার পর আপনার 12 ডিজিটের আধার নম্বর যেখানে দিতে হবে।

5. আধার নাম্বার পুট করার পর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দিলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।

6. তারপর সেই ওটিপি থেকে সাবমিট করে দিলেই পরের পেজে আপনি গত 6 মাসে কোথায় কোথায় আপনার আধার কার্ড এর ব্যবহার করেছেন সেটা আপনি দেখতে পাবেন।

7. কোনো রকম আপত্তিজনক বা সন্দেহজনক কিছু ব্যবহার দেখলে আপনাকে পরের পদ্ধতি অবলম্বন করতে হবে।

আধার কার্ডে কোন সন্দেহজনক ব্যবহার দেখলে করণীয় বিষয় :

1. আপনাকেই সবার আগে ভারতীয় আধার কার্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 1947 এ কল করতে হবে, দিয়েছে এখানে আপনি হেল্প এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলে নিজের কমপ্লেন রেজিস্টার করতে পারবেন।

অথবা

2. আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সেখানে আপনি নিজের কমপ্লেন রেজিস্টার করতে পারবেন।

3. পরবর্তীকালে আপনার কমপ্লেন এর ওপর ভিত্তি করে আধার কার্ড ডিপার্টমেন্ট সেই সন্দেহজনক ক্ষেত্র থেকে আপনার আধার কার্ড সার্ভিসটি ডিস্কানেক্ট করে দেবে।

আধার কার্ড সুরক্ষা সম্বন্ধিত বিশেষ কিছু কথা :

• কখনোই কোন অপরিচিত ব্যক্তি বা ওয়েবসাইটে নিজের আধার নম্বর শেয়ার করবেন না।
• নিয়মিত আপনার আধার কার্ড ব্যবহারের History চেক করে রাখা ভালো।
• কোনো রকম আধাকার জনিত সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ আধার কার্ড ডিপার্টমেন্ট দিয়ে কমপ্লেন দায়ের করবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment