Axis ব্যাংকের তরফ থেকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই অ্যাক্সিস ব্যাংকে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
Sarkari Chakri ওয়েব পোর্টাল এর আজকের এই প্রতিবেদনে উল্লেখিত এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেটা এখানে চাকরির জন্য আবেদনকারী সমস্ত চাকরিপ্রার্থীর বিশেষ সাহায্যে আসবে।
পোস্ট তারিখ : উল্লেখিত এই চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে 31 আগস্ট তারিখে।
বিজ্ঞাপন নম্বর : 19S86-1105253332975J
কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে : অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে ভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, সেই সমস্ত পথগুলির মধ্যে কয়েকটি হলো :
Bank Office Executive
2. Relationship Manager
3. Executive Officer
4. Data Entry Operator
5.KYC Verification Officer
6. Banking Officer সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এছাড়া GST Talley & Microsoft Excel এর কাজ জানতে হবে।
বয়স : এখানে আবেদনকারী সকল চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন : এখানে নিযুক্ত প্রার্থীদের মাস 14,700 থেকে 21,850 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের এখানে মূলত অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে। NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আবেদন আপনাদেরকে জানাতে হবে।
আবেদনের যেকোনো রকম সমস্যার জন্য নিম্নে উল্লেখিত Contact Details এ কল অথবা মেইল করতে হবে।
আবেদন করার মোবাইল নম্বর : +91 7439819824
ইমেইল আইডি : hrcorporate@gmail.com
নিয়োগ পদ্ধতি : এখানে মূলত ইন্টারভিউ এর মাধ্যমে প্রাথমিক নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : এখানে মোট 159টি শূন্যপদ রয়েছে।
আবেদনের শেষ তারিখ : এখানে আগামী 31.09.2024 তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.