sarkari chakri:

NABARD এ ১০৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ , মাধ্যমিক পাশে আবেদন করুন

National Bank for Agriculture and Rural Development (NABARD) এর তরফ থেকে একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে নতুনভাবে। যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে এখানে উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা তাদের চাকরির জন্য আবেদন জানাতে। আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য বিস্তারিতভাবে আলোচনা, যেটা এখানে আবেদন করার সময় আপনাদের বিশেষ সহায়তা করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট তারিখ : উল্লেখিত এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 2রা অক্টোবর 2024 তারিখে।

এখানে কোন পদে নিয়োগ করা হবে : এখানে আবেদনকারী প্রার্থীদের গ্রুপ C Office Attendant পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ : এখানে মোট 108টি শূন্যপদ রয়েছে।

বয়স : এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমে পাস থাকতে হবে । বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন: একলব্য মডেল স্কুলে কর্মী নিয়োগ

বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের মাসিক 10,940 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগকারী সংস্থা : National Bank for Agriculture and Rural Development (NABARD)

আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। তারজন্য আবেদনকারী প্রার্থীদের NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট (www.nabard.org) তে ভিজিট করতে হবে সবার আগে। তারপর সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার আবেদন ফরমটি সমস্ত রকম তথ্যসহ করে পূরণ করে। পূরণ হওয়ার পর প্রয়োজনীয় সমস্ত রকম নথি স্ক্যান করে সেখানে আপলোড করে দিতে হবে। দিয়ে আবেদন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি গৃহীত হবে।

আবেদন মূল্য : SC, ST, OBC, PWD, EWS শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি : এখানে চাকরিপ্রার্থীদের অনলাইন টেস্ট এবং Language Proficiency Test এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ : এখানে যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে আগামী 21 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ : Click Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment