sarkari chakri:

Ration Card may be Cancelled: বাতিল হতে পারে রেশন কার্ড, লাগতে পারে জরিমানা । কিন্তু কেন জেনে নিন

Ration Card may be Cancelled: কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার উভয়ই দেশ এবং রাজ্যের প্রতিটি নাগরিককে নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রচুর প্রকল্প চালু করেছেন। যেমন ধরুন কেন্দ্রের আবাস যোজনা, কিষান সম্মান নিধি প্রকল্প, সূর্য ঘর যোজনা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবার রাজ্য সরকারের কন্যাশ্রী, রুপশ্রী, কৃষক বন্ধু, লক্ষীর ভান্ডার ইত্যাদি প্রকল্প। যেগুলির মাধ্যমে সমাজে উচ্চতা থেকে নিম্ন স্তর প্রায় সকল শ্রেণীর মানুষেরাই বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যত্তম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দেশের রেশন ব্যবস্থা। আর এই রেশন ব্যবস্থায় সরকার নিয়ে আসতে চলেছে এক পরিবর্তন। তাহলে সম্পূর্ণ বিষয়টা এবার দেখে নিন বিস্তারিত ।

পুনরায় যাচাই করন হবে রেশন ব্যবস্থায় :

গত 4 বছর আগে থেকে যে করোনা মহামারী দেশে ছড়িয়ে পড়েছিল, কখন দেশের প্রায় 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন। কিন্তু সরকারের এই রেশন ব্যবস্থা মূলত দারিদ্র সীমা নিতে থাকা পরিবারগুলির জন্যই বানানো। কিন্তু সরকারের এই নির্দেশকে অমান্য করে বহু মানুষ বেআইনিভাবে এই রেশন সম্পদের অপচয় করছেন। তাই সরকার এবার দেশের সমস্ত রেশন কার্ড কে পুনর্বার যাচাই করন এর কাজ চালু করেছে, যাতে কেউ বেআইনিভাবে রেশন সামগ্রীর অপচয় করতে না পারে এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হয়।

Read More: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে পাবেন

করতে হবে বাধ্যতামূলকভাবে E-KYC :

সরকারের এই পুনর্বার রেশন কার্ডকরনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু শুধু রেশন কার্ড দেখে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। তাই নিজের রেশন কার্ডকে সুরক্ষিত করতে এবার দেশের প্রতিটা নাগরিককে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কেওয়াইসি করতে হবে, যেটা একদম বাধ্যতামূলক ভাবেই করতে হবে প্রত্যেকটা নাগরিক কে দেশের।

এর মধ্যে যদি কেউ কোনো রকম বেআইনি বা ভুল তথ্য দিয়ে এই কেওয়াইসি করেন এবং সেটা যদি ধরা পড়ে যায়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও উপযুক্ত না হয়ে যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রেশন কার্ডের সুবিধা গ্রহণ করে আসছেন, তাদের ওপর এবার সরকার পৌঁছে চলেছে বেশ মোটা অংকের জরিমানা। এমনকি যদি প্রয়োজন হয় তবে সে সমস্ত ব্যক্তিদের কে জেলের ঘানিও টানতে হতে পারে।

বিশেষ নির্দেশিকা সরকারের জনগণের উদ্দেশ্যে :

সরকার স্পষ্ট সাধারণ জনগণকে জানিয়ে দিয়েছে যে, যে সমস্ত নিয়ম আমরা রেশন সামগ্রী গ্রাহকদের জন্য ধার্য করে দিয়েছি, সেগুলিকে প্রত্যেকটা রেশন সামগ্রী গ্রাহকের মেনে চলা আবশ্যক। সেগুলি হল –

  • শুধুমাত্র দেশের দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিকে এই রেচন সামগ্রিক ব্যবস্থার মাধ্যমে সুবিধা প্রদান করা হবে।
  • কোনো বেআইনি বা ভুল তথ্য দিয়ে রেশনের ই কেওয়াইসি করলে তার উপরে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  • রেশনের সুবিধা নিতে হলে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক।

এগুলির পেছনে সরকারের উদ্দেশ্য :

রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই দেশের ও রাজ্যের সমস্ত সাধারণ জনগণের সর্বদা ভালো করে আসছি এবং আশা রাখছি ভবিষ্যতেও করবে। সুতরাং এই সমস্ত কিছু করার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হলো – দেশের সমস্ত যোগ্য উপভোক্তাদের কাছে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া। আরে নতুন পদক্ষেপ সরকারের রেচন ব্যবস্থায় দুর্নীতি রোধ করবে এবং স্বচ্ছতা বজায় রাখবে। তবে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। যদি আপনি একজন দারিদ্র সীমার নিচে থাকা ব্যক্তি হন এবং সঠিক নিয়ম মেনে রেশন সামগ্রী সংগ্রহ করেন, তাহলে এই নিয়ম আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment