sarkari chakri:

Medical Collage Recruitment 2024 : মেডিকেল কলেজে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

Medical Collage Recruitment 2024: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাজুয়েশন পাশে নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পদে। আপনারা যারা এতদিন গ্রাজুয়েশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ভালো একটা চাকরির খোঁজে অপেক্ষা করছিলেন, তাদের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হসপিটালে তরফ থেকে প্রকাশিত এই চাকরি বিজ্ঞপ্তিটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুতরাং দেরি না করে যতটা শীঘ্রই সম্ভব এখানে আবেদন করে ফেলুন। আপনাদের আবেদন করার সুবিধার্থে আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য বিস্তারিত ভাবে আপনাদের জন্য আলোচনা করলাম। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সব ধরনের সাহায্য করবে।

আবেদন শুরু09.12.2024
পদের নাম11 ধরনের পদ
শিক্ষাগত যোগ্যতাগ্রাজুয়েশন
মাসিক বেতননীচে উল্লেখিত
আবেদন পদ্ধতিইন্টারভিউ
ইন্টারভিউ এর তারিখ20.12.2024

Read More: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ

পদের নাম (Post Name) :

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এবং হসপিটালে তরফ থেকে এখানে মোট 11 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। সেগুলি হল –

Biochemistry1টি পদ
Ophthalmology1টি পদ
Anesthesiology1টি পদ
Paediatric Medicine1টি পদ
Obstetricks and Gynecology2টি পদ
General Medicine1টি পদ
Pathology1টি পদ
ENT1টি পদ
Orthopaedics1টি পদ
Dermatology1টি পদ
Radiology1টি পদ

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লিখিত সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উল্লেখিত বিষয় নিয়ে প্রাসঙ্গিক শৃঙ্খলায় MD/MS/DNB পাস থাকতে হবে গ্রাজুয়েশনে।

বয়স (Age) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে।

মাসিক বেতন (Monthly Salary) :

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে উল্লেখিত সমস্ত পদগুলিতে চাকরি পাবেন, তাদেরকে প্রতিমাসে 70,000 টাকা করে বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 12টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে বললে ভুল হবে এখানে আগে থেকে কোনো রকম আবেদনপত্র জমা করতে হবে না চাকরি প্রার্থীদের। তারা সরাসরি ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর হার্ডকপি এবং জেরক্স কপি একত্রিত করে ইন্টারভিউস স্থানে গিয়ে ইন্টারভিউ দেবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে অবশ্য অফিশিয়াল নোটিশে থাকা যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে, সেটি কে প্রিন্ট করে সমস্ত রকম তথ্য সহকারে ফিলাপ করে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ স্থান (Interview Place) :

Office of the Dean, Office of the Principal JGMCH, 1st Floor, District Health Administrative Building, Hospital Road, P.O & District, Jalpaiguri, Pin – 735101, West Bengal

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

চাকরি প্রার্থীদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে আগামী 20.12.2024 তারিখে ।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিম্নে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

1.আধার কার্ড
2.ভোটার কার্ড
3.গ্রাজুয়েশন মার্কশিট
4.পাস সার্টিফিকেট
5.পাসপোর্ট সাইজের ছবি
6.জন্ম সার্টিফিকেট
7.মোবাইল নং
8.ইমেইল আইডি

Read More: দুর্গাপুরে ডাটা কালেক্টর নিয়োগ

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment