sarkari chakri:

Railway Group D Recruitment 2025: 32000 শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস

Railway Group D Recruitment 2025 : সম্প্রতি RRB অর্থাৎ Railways Recruitment Board এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি এর অন্তর্গত বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে অসংখ্য শূন্যপদে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে আবেদন জানাতে পারবে দেশের 23টি রাজ্য থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী । আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা RRB এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি সমস্ত রকম তথ্য অতি সহজসরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেখানে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত ধরনের তথ্য খুব সহজেই পেয়ে যাবেন।

যেমন ধরুন – কোন কোন পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? আবেদনকারীর বয়স কত হতে হবে ? যারা নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে ? মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে ? আবেদন পদ্ধতি কি ? কিভাবে আবেদনকারী প্রার্থীদের নিযুক্ত করা হবে ? কত তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে ? আবেদন মূল্য কত রাখা হয়েছে ? ইত্যাদি সমস্ত বিষয়। চলুন তাহলে সমস্ত বিষয়টা নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিন –

পোস্ট তারিখ23.01.2025
পদের নাম (Post Name)Group D
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
মোট শূন্যপদ32,000 এর বেশি শূন্যপদ
আবেদনের শেষ তারিখ22.02.2025

Read More: মাধ্যমিক পাশে অগ্নিবির নিয়োগ

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমাদের আজকের প্রতিবেদনে আমরা যে চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করেছি সেটি প্রকাশিত হয়েছে ভারত সরকারের Railway Recruitment Board তথা RRB এর তরফ থেকে।

পদের নাম (Post Name) :

RRB এর তরফ থেকে নিয়োগ করা হবে গ্রুপ ডির অন্তর্গত ট্রাফিক পদ, ইঞ্জিনিয়ার পদ, মেকানিকাল পদ, অ্যাসিস্ট্যান্ট পদ, ইলেকট্রিক্যাল পদ সহ আরো বিভিন্ন ধরনের ট্রেডে।

ভারতীয় রেলে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই গ্রুপ ডি পদে আবেদন করতে হলে আবেদনকারী চাকরিপ্রার্থী থেকে রাজ্যের যেকোনো শিক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও এর পাশাপাশি উল্লেখিত ট্রেডে ITI পাস থাকতে হবে।

বয়সসীমা কত হওয়া দরকার (Age Criteria) :

উপরে উল্লেখিত সমস্ত পথগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 01.07.2025 তারিখের হিসেবে 18 থেকে 36 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC, ST এবং OBC শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

যে সমস্ত প্রার্থীরা এখানে নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ কত (Total Vacancy) :

RRB এর তরফ থেকে মোট প্রায় 32,000 শূন্যপদে এখানে গ্রুপ ডি অ্যাপেন্টিস নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process for Railway Group D) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে । আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সরাসরি চলে যেতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে ।

সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের প্রথমে নিজের কিছু যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে তারা লগইন করে নেবে। Login হয়ে গেলেই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখা যাবে সেটিকে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে।

পূরণ হয়ে গেলে এই যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস্ স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলেই পরের পেজে গিয়ে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তারপর একবার আপনার আবেদনটিকে পুনর্বার চেক করে নিয়ে সাবমিট করে দিলেই, আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) : এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন জানাবেন তাদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক –

  1. আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. জাতি শংসাপত্র (যদি থাকে)
  4. মাধ্যমিকের মার্কশিট
  5. মাধ্যমিকের অ্যাডমিট
  6. ITI এর মার্কশিট
  7. পাসপোর্ট সাইজের ছবি
  8. মোবাইল নাম্বার
  9. ইমেইল আইডি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাবে, তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

Read More: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ

কত টাকা আবেদন মূল্য জমা দিতে হবে (Application Fee) :

PWD, মহিলা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা SC, ST, EBC, মাইনেটারি শ্রেণীর চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য 250 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে, যেটা পরীক্ষার পর সম্পূর্ণটা রিফান্ড করে দেওয়া হবে। এদিকে আবার উপরে উল্লেখিত শ্রেণিগুলি বাদ দিয়ে অন্যান্য সকল শ্রেণীর জন্য 500 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে, এখানে রিফান্ডেবেল টাকার পরিমাণ হল 400 টাকা ।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 22.02.2025 তারিখ পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment