sarkari chakri:

TATA TIRF Job Notification 2025 : টাটা সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, 24 ধরনের পদে আবেদন করুন

TATA TIRF Job Notification: ভারতীয় সকল চাকরিপ্রার্থীদের জন্য টাটা ইনস্টিটিউট নিয়ে এলো এক দুর্দান্ত চাকরির খবর। যে বিজ্ঞপ্তিতে টাটা ইনস্টিটিউট ক্লার্ক, ইঞ্জিনিয়ার, কেরানি, সহকারী অ্যাসিস্ট্যান্ট, পরীক্ষাগার অফিসার সহ 24 ধরনের পদে কর্মী নিয়োগ করতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাস থেকে মাস্টার্স ডিগ্রী পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই টাটা গোষ্ঠীতে আবেদন করার জন্য প্রার্থীদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোন পদ্ধতিতে আবেদন জানাবেন কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদনের শেষ তারিখ কবে এই সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা সম্পূর্ণ তথ্য যাচাই করে তারপরে আবেদন করবেন।

নিয়োগকারী সংস্থাTATA TIRF
পদের নামক্লার্ক, কেরানী, ইঞ্জিনিয়ার সহ 24 ধরনের পদ
মোট শূন্যপদঅসংখ্য শূন্যপদ
মাসিক বেতনপদ অনুযায়ী বিভিন্ন
আবেদনের শেষ তারিখ11.01.2025

Read More: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

পদের নাম – শূন্যপদ এবং বেতন কাঠামোর তালিকা (Post Name – Total Vacancy and Monthly Salary for Tata Job)

প্রার্থীদের এখানে ক্লার্ক ইঞ্জিনিয়ার সহকারী অ্যাসিস্ট্যান্ট, পরীক্ষার বিশেষজ্ঞ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ ২৪ ধরনের পদে নিয়োগ করা হবে। এই সমস্ত পদের মাসিক বেতন ভিন্ন ভিন্ন রকমের। আমরা নিজে কিছু পদের নাম শূন্য পদ এবং মাসিক বেতন সম্পর্কে তুলে ধরলাম। সম্পূর্ণ তথ্য জানতে নীচের অফিশিয়াল বিজ্ঞপ্তি  দেখুন।

পদের নামশূন্যপদবেতন কাঠামো
মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার02 টি শূন্যপদপে লেবেল 10
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট04 টি শূন্যপদপে লেবেল 06
টার্নার, সিভিল, ইলেকট্রিক্যাল, ফিটার ট্রেডসম্যান07 টি শূন্যপদপে লেবেল 03
ক্লার্ক03 টি শূন্যপদপে লেবেল 03
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট02 টি শূন্যপদপে লেবেল 03
ওয়ার্ক এসিস্ট্যান্ট02 টি শূন্যপদপে লেবেল 01
কেরানি এবং কাজের সহকারি06 টি শূন্যপদপে লেবেল 03
সাইন্টিফিক অফিসার02 টি শূন্যপদপে লেবেল 10

Read More: আলিপুরদুয়ার জেলা পরিষদের ডিউটি অফিসার নিয়োগ

আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা (Education Qualification and Age Limit)

পদ অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ভিন্ন ভিন্ন রয়েছে। আমরা নিচে টেবিল আকার আপনাদের সামনে তুলে ধরলাম।

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সসীমা (সর্ব্বোচ্চ)
মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিমেকানিক্যাল 28 বছর
সিভিল ইঞ্জিনিয়ার 33 বছর
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস্নাতক পাস সঙ্গে কম্পিউটার দক্ষতাউভয় পদের জন্য 33 বছর
টার্নার, সিভিল, ইলেকট্রিক্যাল, ফিটার ট্রেডসম্যানসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সহ নির্দিষ্ট ট্রেডে আইটিআই (ITI) ডিগ্রিসবকইটি পদের জন্য 33 বছর
ক্লার্ক50% নাম্বার সহ গ্রাজুয়েশন পার্সসর্ব্বোচ্চ 33 বছর
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টস্বীকৃত প্রতিষ্ঠান থেকে NTC পাসসর্ব্বোচ্চ 28 বছর
ওয়ার্ক এসিস্ট্যান্টস্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রিসর্ব্বোচ্চ 33 বছর
সাইন্টিফিক অফিসারB.Tech / BE সহ ইলেকট্রিক্যাল অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসর্ব্বোচ্চ 33 বছর

সম্পূর্ণ আবেদন পদ্ধতি (Application Process)

TATA TIFR এ আবেদনের জন্য প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে TIFR এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর Career অপশনে ক্লিক করে Recruitment বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার যাবতীয় তথ্য পূরণ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পন্ন হবে।

কিভাবে প্রার্থী নির্বাচন হবে (Selection Procedure)

বিভিন্ন পদে নিয়োগ করার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া বিভিন্ন রকম। কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবার কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment