sarkari chakri:

NALCO Recruitment 2024-25: উচ্চমাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, 518 টি শূন্যপদে আবেদন করুন

NALCO Recruitment 2024-25 : National Aluminium Company Limited এর তরফ থেকে সম্প্রতি আবারও প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনো রাজ্য থেকে যে উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী। আজকে আমাদের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন NALCO এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য ও বিবরণ । যেটা আপনাদের এখানে আবেদন করার সময়ই কাজে লাগবে। সুতরাং, দেরি না করে যতটা সম্ভব শীঘ্র এখানে আবেদন করে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আবেদন শুরু20.12.2024
পদের নামডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদ
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মোট শূন্যপদ518 টি
মাসিক বেতননূন্যতম 12,000 টাকা
আবেদনের শেষ তারিখ20.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :

আমরা আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে National Aluminium Company Limited তথা NALCO এর তরফ থেকে।

Read More: 1200 শূন্য পদে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ (Post Date) :

NALCO এর তরফ থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 20.12.2024 তারিখে ।

পদের নাম (Post Name) :

NALCO এর নিয়োগ করা হচ্ছে মোট 14 ধরনের পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। সেগুলি হলো –

1.SUPT(JOT) Laboratory

2.SUPT (JOT) Operator

3.SUPT (JOT) Fitter

4.SUPT (JOT) Electrical

5.SUPT (JOT) Instrumentation (M&R) / Instrument Mechanic (S&P)

6.SUPT (JOT) Geologist

7.SUPT (JOT) HEMM Operator

8.SUPT (SOT) Mining

9.SUPT (JOT) Mining Mate

10.SUPT (JOT) Motor Mechanic

11.Dressar Cum First Aider (W2 Grade)

12.Laboratory Technician Gr. III (P0 Grade)

13.Nurse Gr. (P0 Grade)

14.Pharmacist Gr. III (P0 Grade)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লিখিত সমস্ত পদগুলিতে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের আছে। তবে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে কিছু কিছু পদে আবেদন জানানো যাবে এখানে। বাকি পদ গুলোতে উচ্চ শিক্ষিত প্রার্থীরাই আবেদন জানাতে পারবে। বিস্তারিত জানতে ইচ্ছুক হলে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে অবশ্যই দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 01.01.2025 তারিখের হিসেবে 35 বছরের মধ্যে। কিন্তু SC, ST এবং OBC শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসেই 12,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 518টি পদে নিয়োগ করা হবে এখানে চাকরিপ্রার্থীদের।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে তাদের ফর্ম ফিলাপ করতে হবে অনলাইনে মাধ্যমে। ফিলাপ করার জন্য সবার আগে চাকরিপ্রার্থীদের চলে যেতে হবে জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে পৌঁছে তাদেরকে নিজের রেজিস্ট্রেশন করতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউসার আইডি ও পাসওয়ার্ড পাবে তারা সেটি দিয়ে লগইন করে পরবর্তী পেজে পৌঁছে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য সহকারে পূরণ করবে। পূরণ হয়ে গেলেই পরের পেজে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দেবে। আপলোড হয়ে যাওয়ার পর এপ্লিকেশন কি পেমেন্ট করে একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়ে সাবমিট করে সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে নিচে উল্লেখিত সমস্ত রকম নথি থাকতে হবে –

  1. জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট কিংবা অ্যাডমিট
  2. জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  3. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
  4. এমপ্লয়মেন্ট এক্সটেন্ড রেজিস্ট্রেশন কার্ড
  5. পরিচয় পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড
  6. পাসপোর্ট সাইজের ছবি
  7. মোবাইল নম্বর
  8. ইমেইল আইডি

    নিয়োগ পদ্ধতি (Selection Process) :

    এখানে চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচিত করা হবে।

    Read More: মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলওয়েতে হল্ট কালেক্টর নিয়োগ

    আবেদন মূল্য (Application Fee) :

    জেনারেল, ওবিসি, ইডব্লিউএস সেনের চাকরিপ্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে এছাড়া আর অন্যান্য শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

    আবেদন শুরুর তারিখ (Start Date of Apply) : এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী 31.12.2024 তারিখে থেকে।

    আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) : চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 21.01.2025 তারিখ পর্যন্ত।

    গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

    অফিসিয়াল নোটিশClick Here
    অনলাইন আবেদনClick Here
     সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

    Leave a Comment