sarkari chakri:

Uttarbanga Job Recruitment 2025: মাধ্যমিক পাশে টেকনিশিয়ান অ্যাটেনডেন্ট নিয়োগ, মাসিক বেতন ১৩০০০ টাকা

Uttarbanga Job Recruitment 2025: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবেন কলকাতা, হাওড়া, হুগলি সহ রাজ্যের 23টি জেলা থেকেই উপযুক্তও যোগ্য চাকরিপ্রার্থীরা। আমরা এই প্রতিবেদনই আপনাদের সুবিধার্থে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য অতি সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Uttarbanga Job Recruitment Overview

নিয়োগকারী সংস্থাউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
পোস্ট তারিখ30.12.2024
পদের নামClerical Staff, Technician, Attendant
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদন পাঠানোর শেষ তারিখ15.01.2025

Read More: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

নিয়োগকারী সংস্থা (Selection Process) :

আমরা এই প্রতিবেদনে যে চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি সেটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তরফ থেকে।

Eligibility Criteria of Uttarbanga Job Recruitment

পদের নাম (Post Name) :

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মোট 3 ধরনের পদে। সেগুলি হলো –

1.Clerical Staff

2.Technician

3.Attendant

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লেখিত তিনটি পদে আবেদন করতে হলে যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তার মধ্যে টেকনিশিয়ান এবং অ্যাটেনডেন্ট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এছাড়াও Clerical Staff পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের স্নাতক পাস থাকতে হবে। বিস্তারিত জানতে ইচ্ছুক হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।

আবেদনকারীর বয়স (Age Criteria) :

ওপরে উল্লেখিত তিনটি পদেই আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে নিযুক্ত হবেন, তাদেরকে নিচে উল্লেখিত নিয়মানুসারে মাসিক বেতন দেওয়া হবে –

Clerical Staff14000 টাকা
Technician13,000 টাকা
Attendant11,500 টাকা

1.Clerical Staff – 14000 টাকা

2.Technician – 13,000 টাকা

3.Attendant – 11,500 টাকা

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 13টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য তাদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর যাবতীয় সমস্ত তথ্য দিয়ে সেটিকে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি এবং পূরণ করা ফর্ম একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা :

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি করাতে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদন পাঠাতে হবে –

the Registrar (Recruitment Section),
Uttarbanga Krishi Vishwavidyalaya,
P.O – Pundibari, Dist – Coockbehar Behar,
Pin – 736165, West Bengal

প্রয়োজনীয় নথি (Required Documents) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সেগুলি হল

  • মাধ্যমিকের অ্যাডমিট
  • মাধ্যমিকের মার্কশিট
  • স্নাতক পাস অ্যাডমিট
  • স্নাতক পাস মার্কশিট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি
  • কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ইত্যাদি

Read More: নতুন বছরের শুরুতেই বদলে গেল ব্যাংকের নিয়ম

আবেদন পাঠানোর শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 15.01.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment