Indian Economy: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI বৈদ্যুতিক মুদ্রার ভান্ডার নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ্যে নিয়ে এলো। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশ কমে আসছে। গত 3 জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে এই ভান্ডার 5.69 মিলিয়ন ডলার কমে গিয়ে 635.58 বিলিয়ন ডলারের নেমে গেছে। এর আগের সপ্তাহে 4.12 বিলিয়ন ডলার কমে এর পরিমাণ দাঁড়িয়ে ছিল 640.279 বিলিয়ন মার্কিন ডলার।
ঠিক কি কারণে ভারতীয় অর্থনীতির এই অবস্থা ?
গত কয়েক সপ্তাহ ধরে বৈদেশিক মুদ্রার ভান্ডার ভারতবর্ষে ক্রমশ কমে আসছে। এর মূল কারণ হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দুর্বলতা। রিজার্ভ ব্যাংক এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বৈদেশিক মুদ্রা ভান্ডারে হস্তক্ষেপ করছে এবং তার পুনঃ মূল্যায়ন করছে। এরমধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল এই যে, বৈদেশিক মুদ্রার ভান্ডার কে Foreign Exchange Reserve বলা হয়ে থাকে, যেটা দেশের অর্থনৈতিক অবস্থার গুরুত্বপূর্ণ একটি সূচক।
Read More: মাধ্যমিক পাস যোগ্যতায় Health Worker নিয়োগ
ভারতীয় অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
- SDR : স্পেশাল ড্রয়িং রাইটস্ কমে গিয়ে বর্তমানে 17.815 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
- সর্বোচ্চ স্তর : 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ছিল প্রায় 708.885 বিলিয়ন ডলার, যেটা হলো দেশের মধ্যে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রার পরিমাণ।
- গোল্ড রিজার্ভ : এতকিছুর মধ্যে স্বস্তির কথা এই যে, বেশি সোনার ভান্ডার কিছুটা বেড়ে গেছে। 828 মিলিয়ন ডলার বেড়ে এখন পরিমাণ হয়েছে 67.92 বিলিয়ন ডলারে।
দেশের জন্য কেন বৈদেশিক মুদ্রার ভান্ডার গুরুত্বপূর্ণ ?
বই দেখিক মুদ্রার ভান্ডার দেশের এক অর্থনীতির এক সব থেকে বড় মাপকাঠি। যদি এটি কমে যেতে শুরু করে তাহলে আমদানি, রপ্তানি এবং বৈদেশিক ঋণ পরিশোধ এর জন্য দেশকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া ডলারের সিংহভাগ জায়গা থাকার কারণে বেশিরভাগ বাণিজ্যের উপরি সরাসরি প্রভাব ফেলছে এই ডলার।
দেশের অর্থনীতির উপর কি প্রভাব পড়ছে এর ?
বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে গেলে দেশের মুদ্রা ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তবে RBI এই পরিস্থিতির সামলে দিতে প্রতিনিয়ত পুরো উদ্যমে কাজ করে চলেছে। বিশেষজ্ঞরা দাবি করেছেন যে, এটি সাময়িক এবং শীঘ্রই বৈদেশিক মুদ্রা ভান্ডারের দেশে ফিরে আসতে চলেছে।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.