Stenographer Recruitment 2025 : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ডিস্ট্রিক্ট জর্জ অফিসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাসের যোগ্যতাই ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।
যেখানে আবেদন জানাতে পারবে উত্তর দিনাজপুর জেলার যে কোন জায়গা থেকে যোগ্য চাকরি প্রার্থ। আপনারা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য বিস্তারিত আলোচনা সহকারে দেখতে পাবেন, যেটা এখানে আবেদন করতে আপনাদের সাহায্য করবে সমস্ত রকম ভাবে । চলুন তাহলে বিষয়টা দেখে নিন।
পোস্ট তারিখ | 10.01.2025 |
পদের নাম | স্টেনোগ্রাফার |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 22.01.2025 |
নিয়োগকারী সংস্থা : উত্তর দিনাজপুর জেলা ডিস্ট্রিক্ট জর্জ অফিস
পদের নাম (Post Name) : চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে।
Read More: গ্রাজুয়েশন পাশে অ্যাকাউন্টেন্ট নিয়োগ
Eligibility Criteria for Stenographer Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট 3টি পদে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন করতে ইচ্ছুক, তাদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের চলে যেতে হবে সবার আগে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর নিজের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে সবার আগে চাকরিপ্রার্থীদের।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্যসহ করে পূরণ করে ফেলতে। পূরণ হয়ে গেলে সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়ম করা হবে।
আবেদন মূল্য (Application Fee) :
এখানে OBC,EWS শ্রেণীর প্রার্থীদের জন্য 600 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। আর SC, ST শ্রেণীর প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 22.01.2025 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.