sarkari chakri:

Aadhar Card Loan System: এবার আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০০০০ টাকা পর্যন্ত লোন ,সুদ অনেক কম

Aadhar Card Loan System: বিভিন্ন রকম জরুরী পরিস্থিতিতে টাকার প্রয়োজন হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। বন্ধুবান্ধবদের কাছে সাহায্য পাওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না প্রতিটা মানুষের ক্ষেত্রে। তবে আধারের মাধ্যমে সহজেই এখন আপনি 10 হাজার টাকা জরুরী দিন পেয়ে যাবেন খুব সহজেই এবং অতি অল্প সময়ে। এখানে সব থেকে বড় মজার বিষয় হলো যে সে টাকাটা আপনি কিস্তির মাধ্যমেই পরিশোধ করতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন এই বিষয়টা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন সংস্থা প্রদান করছে এই ঋণ ?

বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ব্যাংকগুলি ব্যক্তিগত ঋণ দিতে খুবই কম রাজি হয়ে থাকে। তবে আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলে এবং প্যান কার্ড ব্যবহার করলে প্রাইভেট বেঙ্গলি সহজেই আপনাকে রিং দিয়ে দিবে। তবে যদি কোনো কারণে আপনার প্যান কার্ড না থাকে তাহলে Non Banking Financial Company বা ফিনটেক প্ল্যাটফর্মের মাধ্যমিক সহজেই আপনারা আধার কার্ডের মাধ্যমে ঋণ পেয়ে যাবেন।

Read More: নতুন বছরে ভারতীয় স্টেট ব্যাংকের নতুন দুর্দান্ত স্কিম

কিভাবে আবেদন করতে হয় এই ঋণ প্রক্রিয়া ?

এখানে আবেদন করতে হলে সবার আগে আবেদনকারী ব্যক্তিকে চলে যেতে হবে NBFC অর্থাৎ Non Banking Financial Company এর অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা আপনারা প্রিন্টেক প্লাটফর্মের মোবাইল অ্যাপেও যেতে পারেন। তারপর সেখানে গিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনি আপনার আধার কার্ড এবং প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সেখানে দেবেন। আবেদন সম্পূর্ণ হওয়ার পর যদি আপনার সমস্ত রকম প্রক্রিয়ার সঠিক হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঋণ হিসেবে দেওয়া হবে।

কারা কারা পেয়ে যাবে এই আধার কার্ডের মাধ্যমে এ ঋণ ?

এই ঋণ পেতে হলে আবেদনকারী কে বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলি হল –

  • আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে।
  • আবেদনকারী ব্যক্তির একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
  • সরকারি চাকরিজীবীরাও এখানে আবেদন করতে পারবেন ঋণের জন্য।

এই ঋণের কিছু বিশেষ বৈশিষ্ট্য ?

আধার কার্ডের মাধ্যমে এই 10 হাজার টাকা ঋণ নেওয়ার জন্য কোনরকম জামিনদারের প্রয়োজন হয় না। কিস্তিতে পরিশোধ করা যায় এই ঋণের টাকা। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই ঋণের টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়।

সরাসরি আধার কার্ডের মাধ্যমে জরুরি অবস্থায় ১০ হাজার টাকা ঋণ পেয়ে যাওয়া একটা সত্যিই দারুণ ব্যাপার। আর এছাড়া সবথেকে বড় মজার ব্যাপার হলো এখানে যেখানে কোনো রকম জামিনদার ছাড়াই ঋণ পাওয়া যায়। এছাড়াও ডকুমেন্টস সাবমিশন সঠিক হলে কিছুক্ষণের মধ্যে দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এখানে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment