sarkari chakri:

Burdwan Municipality Recruitment 2025: মাধ্যমিক পাশ যোগ্যতায় মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ, আবেদন চলবে 07 ফেব্রুয়ারী পর্যন্ত

Burdwan Municipality Recruitment 2025 : বর্ধমান জেলার মিউনিসিপ্যালিটির তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে। যেখানে যোগ্যতা থাকছে ন্যূনতম মাধ্যমিক পাস। আমরা এই প্রতিবেদনে বর্ধমান মিউনিসিপ্যালিটি তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
নিয়োগকারী সংস্থাবর্ধমান মিউনিসিপ্যালিটি
পোস্ট তারিখ14.01.2025
পদের নামHealth Worker
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
মোট শূন্যপদনীচে উল্লেখিত
আবেদনের শেষ তারিখ07.02.2025

Read More: এবার আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০০০০ টাকা পর্যন্ত লোন

Eligibility Criteria for Burdwan Municipality

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করা হচ্ছে Honorary Health Worker পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

লিখিত হেলথ ওয়ার্কার করে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও সোশ্যাল রেন্ডারিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

চাকরিপ্রার্থীদের বর্ধমান মিউনিসিপ্যালিটির একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারী শুধুমাত্র একজন মহিলাই হতে পারবে। সে ক্ষেত্রে বিবাহিত কিংবা ডিভোর্স কিংবা বিধবা মহিলারাও আবেদন করতে পারবে এখানে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 36টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে বর্ধমান মিউনিসিপ্যালিটি।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 01.01.2025 তারিখের হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 4500 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য আবেদনপত্রের নিচের দিকে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে যুক্ত করে দিয়ে বর্ধমান মিউনিসিপ্যালিটির অফিসে নিজে গিয়ে জমা করে আসতে হবে। তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

Read More: চলতি জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে

আবেদন মূল্য (Application Fee) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছেনা।

Important Dates

আবেদন শুরু16.01.2025
আবেদন শেষ07.02.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment