sarkari chakri:

Angel One ইন্টার্নশিপ 2025 , ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পাবে 20,000 টাকা স্টাইপেন্ড

Angel One: দেশের অতি পরিচিত একটি স্টক ইনভেস্টমেন্ট কোম্পানি AngelOne, দেশের বেকার যুবক-যুবতীদের জন্য নিয়ে চলে এসেছে নতুন একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। যেখানে Human Resources Intern পদে ট্রেনিং প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এনজেল ওয়ান কোম্পানির তরফ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়াও এই ইন্টার্নশিপ এর সব থেকে মজার ব্যাপার হলো এই যে, এখানে ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে চাকরিপ্রার্থীদের 20,000 টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তাহলে চলুন সম্পূর্ণ বিষয়টা দেখে নেওয়া যাক এই নতুন ইন্টার্নশিপ প্রোগ্রামটি সম্বন্ধে।

জেনে নাও Angel One সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য :

এই Angel One কোম্পানি হল ভারতবর্ষের অন্যতম প্রধান একটি ফিনটেক কোম্পানি। যেই কোম্পানি মূলত গ্রাহকদের জন্য বিনিয়োগের শিক্ষা, ব্রোকিং, মার্জিন, ট্রেডিং, ডিপোজিটরি পরিষেবা, ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। যেই কোম্পানির অ্যাপ এর মোট একটিভ ইউজার রয়েছে বর্তমানে প্রায় 15 মিলিয়নেরও বেশি। এছাড়াও প্রতিমাসে বর্তমানে এখন 5.7 লক্ষ মানুষ এই কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছে।

কারা কারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন ?

এখানে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই যারা নিম্নে উল্লেখিত সমস্ত যোগ্যতাগুলি পূরণ করবে । সেগুলি হলো –

  • 6ই জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি চলবে।
  • ট্রেনিং চলাকালীন সম্পূর্ণভাবে অফিসে থেকে ট্রেনিং টি নিতে হবে।
  • ট্রেনিং টি হবে মোট 6 মাসের। এই ট্রেনিংয়ে মানবসম্পদ এবং তথ্য বিশ্লেষণ সম্বন্ধে দক্ষতা প্রদান করা হবে বিশেষ জোর দিয়ে।

Read More: বন্ধ হয়ে যেতে পারে UPI, যদি এই কাজ না করেন

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি কোথায় করানো হবে ?

Angel One কোম্পানির তরফ থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি করানো হবে মুম্বাইয়ে। ট্রেনিং চলাকালীন সম্পন্নভাবে ইন্টার্নদের সেখানের উপস্থিত থেকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে।

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি কতদিনের হবে ?

AngelOne এর তরফ থেকে উল্লেখিত ইন্টার্নশিপ প্রোগ্রামটি হবে 6 মাসের।

কত টাকা স্টাইপেন্ড পাবে ইন্টার্নরা ?

এখানে যে সমস্ত ব্যক্তিরা ইন্টার্নশিপ ট্রেনিং টি নেবে তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও ট্রেনিং শেষে দেওয়া হবে একটি সার্টিফিকেট এবং সুপারিশপত্র, যেটা সেই সমস্ত ইন্টার্নদের ভবিষ্যতে কর্মজীবনে কাজে লাগবে।

কিভাবে আবেদন করতে হবে এখানে চাকরি প্রার্থীদের ?

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে। আমরা এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে ।

কত তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে এখানে ?

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন জানানো যাবে আগামী 07.02.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক 

অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment