sarkari chakri:

DMMU Job Vacancy 2025: জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে কর্মী নিয়োগ, যোগ্যতা স্নাতক পাস

DMMU Job Vacancy 2025 : নদিয়া জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় Community Resource Person পদে কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেখানে আবেদন করতে পারবেন নদীয়া জেলার যেকোনো জায়গা থেকে উপযুক্ত সমস্ত রকম চাকরিপ্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে DMMU এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছে বিস্তারিত ভাবে, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।

নিয়োগকারী সংস্থা : District Mission Management Unit (DMMU) and Deputy Rural Development Cell, Nadia

পোস্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি DMMU এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 29.01.2025 তারিখে।

Eligibility Criteria for DMMU job

পদের নাম (Post Name) :

চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Community Resource Person পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকতে হবে।

বয়সসীমা (Age Limit) :

ওপরে উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। কিন্তু যেহেতু সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মূলত তার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সে ছাড় পেয়ে থাকবে।

Read More: কো অপারেটিভ সংস্থায় 7 ধরনের পদে কর্মী নিয়োগ

বেতনক্রম (Salary Criteria) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিদিন 300 টাকা করে বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) : মোট 10টি পদে Community Resource Person নিয়োগ করছে DMMU ।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আলাদা কোনো ভাবে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর দিন সমস্ত রকম ডকুমেন্ট সহযোগে সেখানে ফিজিকালি উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউ এর স্থান (Interview Place) :

চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে রানাঘাট 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লকে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

এই ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আগামী 12.02.2025 তারিখে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর ও ইমেইল আইডি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment