sarkari chakri:

Indian Currency: বাজারে আসতে চলেছে 350 টাকার নোট, বাতিল হবে 20 টাকার নোট। জেনে নিন বিস্তারিত

Indian currency: সোশ্যাল মিডিয়া সূত্রে সম্প্রতি ছড়িয়ে পড়েছে 20 টাকার কয়েন এবং 350 টাকার নোটের ছবি। আর এই সমস্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নিয়ে সম্প্রতি RBI একটি অফিসিয়াল বিবৃতি জারি করে দিয়েছে , সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সব খবর সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন এবং ভুল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে লেখা হয়েছে যে, 20 টাকার কয়েন বাজার থেকে সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হবে এবং 350 টাকার নোট চালু করা হবে। এমনকি সেই পোস্টে লেখা রয়েছে যে, বাজার থেকে নাকি 10 টাকা এবং 20 টাকার নোট বাতিল হতে পারে। আর এই ধরনের পোস্ট ছড়িয়ে পরা থেকে দেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এক বিরাট বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

কি বলা হয়েছে এই নোট বাতিল নিয়ে RBI এর অফিসিয়াল বিবৃতিতে

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, 20 টাকার নোট এবং কয়েন বাতিল করার কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিন্তু RBI এর নতুন নিয়ম অনুযায়ী, 10 এবং 20 টাকার নোট ও কয়েন যথাযথ থাকবে এবং যদি প্রয়োজন পড়লে নতুন কয়েন তৈরি করা হতে হবে। এছাড়াও RBI সাধারণ মানুষ কে অনুরোধ করেছে যে, সাধারণ মানুষ যেন এরকম কোনো ভুয়ো খবরে বিশ্বাস না করে, শুধুমাত্র RBI এর অফিসিয়াল নোটিশ থেকে অথবা সরকারি তথ্য দেখে সমস্ত কিছু দেখে।

Read More: TRAI এর নির্দেশে এবার মাত্র 20 টাকায় চালু রাখতে পারবেন সিম কার্ড

আদৌ কি 20 টাকার কয়েন বাতিল হতে চলছে ?

বর্তমানে বাজারে 20 টাকার কয়েন প্রচলিত রয়েছে, কিন্তু সেই কয়েনের পরিমাণ খুবই কম। এই 20 টাকার কয়েন টা দেখতে অনেকটা 10 টাকার কয়েনের মত।

RBI সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে সতর্কতা জানিয়েছে :

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতি নিয়ত নানারকম মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ এর মধ্যে নানা রকম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই সমস্ত আর্থিক বিভ্রান্তির এড়ানোর জন্য RBI এবং কেন্দ্রীয় সরকার সাধারণ মানূষকে অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment