sarkari chakri:

Backward Welfare Department Job: অষ্টম শ্রেণী পাশে কেয়ারটেকার এবং রাধুনী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

Backward Classes Welfare Department Recruitment : সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ সমিতি তথা Backward Classes Welfare and Tribal Department এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে অবশ্য আবেদন জানাতে পারবে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা। তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

নিয়োগকারী সংস্থা : Backward Classes Welfare and Tribal Department, Dakshin Dinajpur

Eligibility criteria for Backward Welfare Department

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 3 ধরনের পদে। সেগুলি হলো –

1.Superintendent
2.Care Taker
3.Cook

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

কুক পদে যারা আবেদন করবেন তাদের অষ্টম শ্রেণী পাস এবং কেয়ারটেকার পদে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক ক্লাস থাকতে হবে। সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে হলে অবশ্য গ্রাজুয়েশন থাকতে হবে আবেদনকারীকে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে 01.01.2025 তারিখের হিসেবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তারা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন (Monthly Salary) :

কুক পদে নিযুক্ত প্রার্থীরা মাসিক 7000 টাকা, কেয়ারটেকার পদে নিযুক্ত প্রার্থী মাসিক 9000 টাকা এবং সুপারিটেন্ডেন্ট পদে নিযুক্ত প্রার্থীরা মাসিক 15,000 টাকা বেতন পাবে এখানে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 4টি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে চাকরিপ্রার্থীদের প্রথমে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

তারপর আবেদন ফরমটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়েছে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

কুক পদে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এবং সুপারিটেনডেন্ট ও কেয়ারটেকার পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন শুরু10.02.2025
আবেদনের শেষ তারিখ27.02.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment