sarkari chakri:

Mid Day Meal Recruitment 2025: মিড ডে মিল কেন্দ্রে ডাটা এন্ট্রি অপরেটর নিয়োগ, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

Mid Date Meal Recruitment 2025 : সম্প্রতি কোচবিহার জেলার ডিসটিক ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ডাটা এন্ট্রি অপরেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সেখানে আবেদন জানাতে পারবে কোচবিহার জেলার যেকোনো জায়গা থেকে অভিযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তার জন্য আমরা এই প্রতিবেদনে কোচবিহার জেলার ডিসটিক ম্যাজিস্ট্রেট অফিসে যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে তার সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত করে তুলে ধরেছি। এটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়েও তারপরে আবেদন করবেন।

নিয়োগকারী সংস্থা : CoochBehar District Magistrate Office

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Data Entry Operated (DEO) পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই ডাটা এন্ট্রি করতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কম্পিউটার কোর্স করা থাকতে হবে কম করে 6় মাসের।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।

Read More: পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে স্থানীয় ব্যাংক অফিসার নিয়োগ

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 1টি পদেই DEO নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীর অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে ডাউনলোড করে নিতে। তারপর সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সে পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Submission) :

চাকরিপ্রার্থীদের নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় –

MDM section in the office of the District Magistrate, CoochBehar (HQ)।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি নথির।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু10.02.2025
আবেদনের শেষ তারিখ25.02.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment