sarkari chakri:

BECIL Job Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাশে ব্রডকাস্ট লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 407 টি

BECIL Job Recruitment 2025 : সম্প্রতি Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যে সমস্ত ব্যক্তিরা এখানে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আমাদের আজকের এই প্রতিবেদনটা পড়ে খুব সহজেই এখানে আবেদন করে ফেলতে পারবেন। কেননা এই প্রতিবেদনে আমরা BECIL এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে তার প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

Eligibility Criteria for BECIL job

পদের নাম (Post Name) :

চাকরি প্রার্থীদের এখানে নিয়ম করা হবে বিভিন্ন ধরনের পদে। সেগুলি হল –

  • Assistant Engineer
  • Assistant Security
  • Assistant Store Officer
  • Biomedical Engineer
  • Chief Dietician
  • Chief medical social service officer
  • Chief Psychologist ইত্যাদি আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।

Read More: অষ্টম শ্রেণী পাশে কেয়ারটেকার এবং রাধুনী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লেখিত পদগুলিতে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশেও বেশ কতগুলি পদে এখানে নিয়োগ করা হবে। অবশ্য বিস্তারিত জানতে ইচ্ছুক হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর। কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

BECIL এর নির্দিষ্ট নিয়মানুসারে এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 407টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। জন্য অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সেই ফর্ম এবং তার সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টস এ জেরক্স কে একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Submission) :

চাকরিপ্রার্থীদের নিজেদের আবেদন পত্র পাঠাতে হবে নিচে উল্লেখিত এই ঠিকানায় –

Broadcast Engineering Consultant India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector 62, Noida – 201301 (U.P)

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে যে সমস্ত ব্যক্তিরা আবেদন জানাবেন, তাদেরকে মূলত বেছে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা বা অন্যান্য কোনো পরীক্ষা এখানে থাকছে না।

গুরুত্বপূর্ণ তারিখ

পোস্ট তারিখ11.02.2025
আবেদনের শেষ তারিখ24.02.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment