sarkari chakri:

কেন্দ্র সরকার বিক্রি করছে 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার । কি প্রভাব পড়বে এতে গ্রাহকদের ? দেখে নিন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার: সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের অতি পরিচিত ও বৃহত্তর 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর অংশীদারিত্ব তথা শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। সেই ব্যাংকগুলি হলো পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এই অংশীদারিত্ব বিক্রি করা সিদ্ধান্তটি চলতি বাজারের সমস্ত নিয়ম মেনে করা হবে এবং এই পরিকল্পনাটি SEBI এর ন্যূনতম পাবলিক চেয়ার হোল্ডিং নীতি পূরণ করতেই নেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে এটা সমস্ত ব্যাংক গ্রাহকদের ওপর কোনো রকম সরাসরি প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ? আর কিভাবেই বা বিক্রি করা হবে এইসব ব্যাংকের অংশীদারিত্ব তথা শেয়ার। এই সম্পূর্ণ বিষয়টি এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

Read More:  অষ্টম শ্রেণী পাশে কেয়ারটেকার এবং রাধুনী নিয়োগ

হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার ?

আমরা ওপরে যে 3টি ব্যাংকের কথা উল্লেখ করেছি, এই ব্যাংক গুলির প্রায় 95% বা তারও বেশি শেয়ার হয়েছে সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে। এদিকে আবার SEBI এর নতুন নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে 25% অংশীদারিত্ব পাবলিকের হাতে থাকা বাধ্যতামূলক। এটি মূলত পাবলিক শেয়ার হোল্ডিং বাড়ানোর মাধ্যমে ব্যাংক গুলির বাজার মূল্যায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি একটি বড় পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে।

তাহলে সেই কোম্পানি তথা ব্যাংকের সম্পূর্ণ জিনিসটা কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের এই তিনটি ব্যাংকে শেয়ার বিক্রি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি চলতি বাজারের পরিস্থিতি অনুযায়ী করা হবে বলে জানানো হয়েছে।

কিভাবে এই ব্যাংকের শেয়ার বিক্রি করা হয় হবে ?

ব্যাংকের শেয়ার বিক্রি করার জন্য কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। সেগুলি হল –

QIP : Qualified Institutional Placement তথা QIP ব্যাংকগুলির বাজারে পরিস্থিতি নির্বাচন করে 2026 অর্থ বর্ষের মধ্যে এই ব্যবস্থাটি ব্যাংকের শেয়ার বিক্রি করার জন্য ব্যবহৃত হয়।

ইকুইটি মূল্যায়ন : যে কোন ব্যাংকের শেয়ার বিক্রি করার আগে কেন্দ্রীয় সরকারকে সঠিক নিয়ম মেনে ইকুইটি মূল্যায়ন করতে হবে এবং এটা বাধ্যতামূলক।

বিক্রি হওয়া শেয়ারের পরিমাণ : দেশের অতি পরিচিত একটি সংবাদপত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে 5 থেকে 10% চেয়ার ছাড়া হবে এবং পরে বেশি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করা হতে পারে।

বর্তমান কি অবস্থায় পড়ে রয়েছে এই 3টি এর শেয়ার হোল্ডিং :

পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক ব্যাংকের 98.5% শেয়ার, ইউকো ব্যাংকের 95.39% শেয়ার এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের 96.38% শেয়ার আপাতত কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে।

গ্রাহকদের উপর কি প্রভাব ফেলতে পারে এটি ?

কেন্দ্রীয় সরকার এই ব্যাঙ্কগুলির শেয়ার বিক্রি করে দিলেও, ওই সমস্ত ব্যাংকের গ্রাহকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, চেয়ার বিক্রি শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ আর কিছুই নয়। পাবলিক শেয়ারিং বাড়ানোর ফলে বেঙ্গলি তাদের কাজের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা ফিরিয়ে আনবে যেটা পরবর্তীকালে সেই সমস্ত ব্যাংকের গ্রাহকদের আরো পরিষেবা উন্নতি করতে বেশ অনেকটাই সাহায্য করবে ।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment