sarkari chakri:

TPSC Recruitment 2025: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, মোট শূন্যপদ 198 টি

TPSC Recruitment 2025 : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেবলমাত্র স্নাতক পাস যোগ্যতায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম এই তিনটি রাজ্যের সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তার জন্য আমরা এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিতকারী আলোচনা করেছি যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করতে চলেছে। সুতরাং সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে তারপরে আবেদন করবেন।

Eligibility Criteria for TPSC Recruitment

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে মোট 2 ধরনের পদে। পদ গুলি হল –

  • Junior Engineer, Grade – 1 (Degree Level), Group B (Gazetted)
  • Junior Engineer, Grade – 2 (Deploma Civil) – Group C (Non-Gezetted)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করবেন তাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাস থাকতে হবে অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

যে সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করবেন, তাদের বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এর থেকে বেশি কিংবা কম বয়সের ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। কিন্তু সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত ব্যাক্তির আবেদন করবেন, তারা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।

Read More: অষ্টম শ্রেণী পাশে কেয়ারটেকার এবং রাধুনী নিয়োগ

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 34,700 টাকা থেকে 47,600 টাকা পর্যন্ত।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 198টি শূন্যপদে কর্মী ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন।

আবেদন পদ্ধতি (Application Process) :

শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার জন্য সবার আগে নিজের মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পাসওয়ার্ড ছবি ইত্যাদি দিয়ে কেরালা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর সেখানে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

লগইন করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যসহকারে পূরণ করে ফেলতে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং সবশেষে সমস্ত কিছু একবার ভালোভাবে যাচাই করে নিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে আবেদনকারীর প্রয়োজন পড়বে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • জন্ম সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট
  • গ্রাজুয়েশনের এর অ্যাডমিট ও মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নাম্বার
  • ইমেইল আইডি ইত্যাদি।

প্রার্থী নিয়োগ পদ্ধতি (Candidate Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি নির্বাচনী পরীক্ষা দিতে হবে। খবরটি দেয় সেখানে উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনালিটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

গ্রেড 1 এই যে সমস্ত ব্যক্তিরা আবেদন করবেন তাদের মধ্যে জেনারেল শ্রেণীর প্রার্থীদের জন্য 350 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর প্রাচীদের জন্য 200 টাকা আবেদন মূল্যহীন হিসেবে ধার্য করা হয়েছে। দিকে আবার গ্রেড 2 এ আবেদনকারী ব্যক্তিদের মধ্যে জেনারেল শ্রেণীর প্রাচীদের জন্য 250 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর প্রার্থীদের জন্য 150 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদন শুরু13.02.2025
আবেদনের শেষ তারিখ21.03.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment