sarkari chakri:

Meghalaya SPCB Recruitment 2025: পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞপ্তি, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

Meghalaya SPCB Recruitment 2025 : মেঘালয় রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা রাজ্যের যেকোনো প্রার্থী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত তারজন্য আমরা এখানে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেটা পড়ে নিয়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন করে ফেলতে পারবেন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

নিয়োগকারী সংস্থা : Meghalaya State Pollution Control Board

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পদে। সেগুলি হল –

  • Scientist
  • Assistant Environmental Engineer
  • Assistant Law Officer
  • Junior Accountant
  • Lower Division Assistant
  • Data Entry Operator
  • Technical Assistant
  • Typist এই পদগুলিতে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি মূলত তার জন্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে যে সমস্ত ব্যক্তিরা চাকরি পাবেন তাদেরকে মেঘালয় টেট পলিউশন বোর্ডের নির্দিষ্ট লেভেল অনুসারে বেতন দেওয়া হবে। বিস্তারিত অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 18টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারী ব্যক্তিকে চলে যাবে এই মেঘালয় স্টেট পলিউশন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে দেবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে আপলোড করবে। তারপরে সেখানে অ্যাপ্লিকেশন ফ্রি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে তার।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য 320 টাকা এবং যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা মেঘালয়তে বসবাস করেন তাদের জন্য 160 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

পোস্ট তারিখ21.02.2025
আবেদনের শেষ তারিখ05.03.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment