CAA Act : হাইকোর্টের নতুন নির্দেশে আধার এবং ভোটার কার্ড থাকলেই আপনি ভারতীয় নয়। থাকতে হবে এটিও

CAA Act: সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট, একটি নির্দেশিকা প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই আপনি একজন ভারতীয় নাগরিক হতে পারেন না। কেননা সম্প্রতি অনুপ্রবেশের এক অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দম্পতিকে কলকাতা হাইকোর্টে মামলা শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই বক্তব্যটি রেখেছিলেন। সেই দম্পতির নাম হল দুলাল শীল এবং স্বপ্না শীল। যারা ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পুলিশ কর্তৃ গ্রেপ্তার হয়ে জামিনের জন্য আবেদন করেছে কলকাতা হাইকোর্টে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই কেসের শুনানির সময় শীল দম্পতির প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন যে, তার মক্কেলের আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে, যেটা দেখিয়ে তারা দাবি জানিয়েছে যে তারা ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক এবং ভারতীয় নাগরিকত্ব সেটা প্রমাণ করেছে।। তারা আরো উল্লেখ করেন যে এই দম্পতি এখন থেকে প্রায়ই 15 বছর আগে অর্থাৎ 2010 সালে ভারতে এসেছিলেন।

এদিকে আবার ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী অর্থাৎ CAA অনুযায়ী, 2014 সালের আগে যারা ভারতে এসেছেন তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত।। এর ভিত্তিতেই সেদিন ওই শীল দম্পতির আইনজীবী তার মক্কেলকে ভারতীয় একজন স্থায়ী নাগরিক হিসেবে দাবি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে।

Read More: OTP কিংবা Finger print ছাড়াই শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হবে আধারের এই কাজ

জবাবে বিচারপতি বসাক ব্যাখ্যা করে বলেছেন যে, শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেছেন যে – অনেক বাংলাদেশী ব্যক্তিও ভারতীয় জাতীয় নথি পেয়েছেন এবং কেউ কেউ নাগরিকত্ব প্রমাণ করার জন্য কর দেন ভারতবর্ষে এসে অবৈধভাবে।

তিনি ঐদিন আরো বলেছেন যে, অনুপ্রবেশকারীরা যাদের মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে, তারাও অন্যান্য দেশেও জাল নথি তৈরি করতে সক্ষম হয়েছে। এই নিয়ে আবার বিচারপতি বসাক জোর দিয়ে বলেছেন যে, অনুপ্রবেশকারীরা প্রায়োরিটি ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য নতুন জাল করে এবং এটি কেবল ভারতেই নয়, আরো অন্যান্য বিভিন্ন দেখেও ঘটেছে।

এই যুক্তি শোনার পর, তিনি সিল দম্পতির জামিন আবেদন খারিজ করে বলেন যে যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা তাদের নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয়। এই মামলাটি এমন এক সময় এসেছে যে ভারতীয় নথি জাল করার বিষয়ে যেটা উদ্বেগ বাড়িয়েছে বেশ অনেকটাই। সাম্প্রতিক পাসপোর্ট কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশ থেকে 73 জন ব্যক্তি জালিয়াতি করে পাস করতে ও ভারতীয় নথি সংগ্রহ করেছেন এবং এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বিদেশ ভ্রমণের জন্য এই জাল লতি ব্যবহার করেছিলেন আবার এমন কিছু ব্যাক্তি রয়েছে যারা অন্য দেশের ক্ষতি করার জন্য এরকম ঝুঁকি নিয়েছেন নিজের জীবনের।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment