এখন বর্তমানে শুধুমাত্র ভারতবর্ষের বলে নয়, পৃথিবীর প্রতিটা দেশেই ছেলেদের সঙ্গে মেয়েরাও পায়ে পা লাগিয়ে সমস্ত জায়গায় নিজেদেরকে উজাড় করে দিয়েছে এবং কাজ করে চলেছে সমানভাবে। যার ফলে অর্থনৈতিক স্বাধীনতা এখন শুধুমাত্র ছেলেদেরই নয়, মেয়েদেরকেও সমান ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এখন বর্তমানে ইনভেস্টমেন্টের দিক থেকে সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। আর এতে এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে Systemativ Investment Plan (SIP) । এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, মহিলাদের জন্য সবথেকে ভালো এসআইপি কোনটা রয়েছে ? কিন্তু SIL তে ইনভেসমেন্ট করার আগে অবশ্যই সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের সমস্ত রকম ডকুমেন্ট মনোযোগ সহকারে পড়ে তবেই ইনভেস্টমেন্ট করবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক মহিলাদের জন্য সেরা এবং উপযুক্ত SIP প্ল্যান কি রয়েছে ?
ভালোভাবে নির্বাচন করুন সঠিক ফান্ড ?
এই SIP ক্ষেত্রে সব থেকে বড় কাজ হচ্ছে সঠিক ফান্ড নির্বাচন করা সবার আগেই। মহিলাদের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণের মানসিকতায় এবং বিনিয়োগের সময়সীমা অনুযায়ী সঠিক ফান্ড বেছে নিতে হবে অবশ্যই। যে সমস্ত নতুন বিনিয়োগকারীরা প্রথমবারের জন্য SIP তে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তাদের জন্য বিশেষজ্ঞরা Large Lap বা Balanced Fund এর পরামর্শ দিয়ে থাকেন। তার কারণ এই ধরনের ফান্ড তুলনামূলকভাবে কিছুটা হলেও নিরাপদ এবং ঝুঁকিহীন রয়েছে। যাতে কোনো রকম আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।
Read More: OTP কিংবা Finger print ছাড়াই শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হবে আধারের এই কাজ
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংযুক্ত থাকে সরাসরি দেশের শেয়ার বাজারের সঙ্গে। যার ফলে শেয়ারবাজারের গ্রাফ ওঠানামার সঙ্গে এই আপনার মিউচুয়াল ফান্ডের টাকা বাড়বে না কমবে সেটা বেশ অনেকাংশই নির্ভর করে। তবে আপনি যদি এক দীর্ঘ মিয়াদি বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ডে তাহলে ঝুঁকির পরিমাণ বেশ অনেক কমই থাকে। মোটামুটি প্রতি বছর 12% করে রিটার্ন পেয়ে থাকে বিনিয়োগকারীরা, যেটা দীর্ঘ সময় পর বড় অংকে পরিণত হয়ে থাকে।
বিনিয়োগ বাড়াবেন ধাপে ধাপে ?
যে সমস্ত ব্যক্তিরা SIP থেকে বেশি পরিমাণে রিটার্ন পেতে চান। তাদেরকে কিন্তু হঠাৎ করে এককালীন বেশি পরিমাণেই টাকা ইনভেস্ট করলে চলবে না। তাদেরকে ধাপে ধাপে SIP তে বিনিয়োগ করতে হবে। যেমন ধরুন কোন ব্যক্তি প্রথম বছরে যদি মিউচুয়াল ফান্ডে 1000 টাকা বিনিয়োগ করে তাহলে পরের বছর সেই ব্যক্তিকে বিনিয়োগ করতে হবে 1050 টাকা। এইভাবে প্রতিবছর বিনিয়োগ বাড়াতে থাকলে প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগকারির।
রয়েছে হাইব্রিড এবং ডাইভার্সিফায়েড ফান্ড :
মহিলাদের জন্য এই হাইব্রিড এবং ডাইভার্সিফায়েড ফান্ড অত্যন্ত লাভজনক একটি বিকল্প হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে। কেননা গত কয়েক বছর ধরে এই ধরনের ফান্ড থেকে বেশ ভালো পরিমানেই রিটার্ন পাওয়া যাচ্ছে। মূলত যারা স্থিতিশীল আয়ের পথ খনছেন, তারা এই ধরনের ফান্ডগুলিতে ইনভেসমেন্ট করে রাখতে পারেন। তবে SIP থেকে ভালো রিটার্ন পেতে হলে বিনিয়োগকারীকে অবশ্যই স্থির থাকতে হবে। বাজারের ওঠানামা দেখে আতঙ্কিত হয়ে বিনিয়োগ বন্ধ করে দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বলেছেন যে, মোটামুটি 5 থেকে 10 বছর ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হলে প্রচুর পরিমাণে রিটার্ন পাওয়া যায় এককালীন মিউচুয়াল ফান্ড থেকে।
ট্যাক্স বাঁচাতে হলে বিনিয়োগ করুন ELSS ফান্ডে ?
যে সমস্ত মহিলা বিনিয়োগকারীরা সরকারের ট্যাক্স বাঁচিয়ে ভালো রিটার্ন পেতে চাইছেন, তাদের জন্য ইকুইটি লিংকড সেভিংস স্কিম (ELSS) একটি ভালো বিকল্প হয়ে দাঁড়াতে পারে। এতে বিনিয়োগ করলে আয় কর আই 80C অনুযায়ী সরকারের কর অর্থাৎ ট্যাক্স ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি বেশ অনেকটা দীর্ঘ সময়ের প্ল্যান হওয়ার জন্য এতে লাভের সম্ভাবনাও বেশ অনেকটাই রয়েছে। তবে বিনিয়োগ করার আগে অন্তত 5 থেকে 10 বছর রিটার্ন বিশ্লেষণ করা উচিত।

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.