sarkari chakri:

Rites Limited Job Recruitment 2025: Ritesh এন্টারপ্রাইজে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস

Rites Limited Job Recruitment 2025 : সম্প্রতি Ritesh এন্টারপ্রাইজ এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম ডিপ্লোমা পাস যোগ্যতায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমরা এই প্রতিবেদনে Rites Limited এর তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে কি কি পদে নিয়োগ করা হচ্ছে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? আবেদনকারীর বয়স হতে হবে ? নিযুক্ত প্রার্থীদের কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে ? মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে ? আবেদন পদ্ধতি কি রয়েছে ? কিভাবে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে ? কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ? ইত্যাদি সমস্ত বিষয় আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সাহায্য করবে।

নিয়োগকারী সংস্থা : Rites Limited

Job Criteria for Rites Limited

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে Technical Assistant পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের Metallurgical / Mechanical Engineering নিয়ে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে।

কাজের অভিজ্ঞতা (Work Experience) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে ওপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও Inspection & Supervision পদে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর (SC,ST,OBC) প্রার্থীরা এখানে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীরা বেতন পাবে প্রতি মাসে 29,735 টাকা।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 40টি পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে এখানে রাইট্স লিমিটেড কোম্পানি ।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে। আবেদন করার জন্য চাকরি প্রায় চলে যাবে রাইটস্ লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নেবে আবেদনকারীরা প্রথমে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করলে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে।

পূরণ হয়ে যাওয়ার পর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিতে। তারপর আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অবশেষে সমস্ত কিছু একবার চেক করে নিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি শেষ হবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন পড়বে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ডিপ্লোমা পাস সার্টিফিকেট
  • ডিপ্লোমা মার্কসিট
  • মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট
  • উচ্চ মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • EWS সার্টিফিকেট (যদি থাকে)
  • PwBD সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি 2.5 ঘন্টায় 125টি অবজেক্টিভ টাইপের প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ম করা হবে।

পরীক্ষার সিলেবাস (Exam Syllabus) :

এখানে যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে, তার সিলেবাস হলো –

  • Engineering Mechanics
  • Mechanics of Materials
  • Theory of Mechanics
  • Vibrations
  • Machine Design
  • Heat Transfer
  • Thermodynamics
  • Engineering Materials
  • Casting, Forming and Joining Processes
  • Machining and Machine Tool Operation
  • Metrology and Inspection
  • Inventory Control
  • Manufacturing Processes
  • Testing of Materials
  • Materials Science

আবেদন মূল্য (Application Fee) :

এখানে জেনারেল, OBC, EWS শ্রেণীর প্রার্থীদের জন্য 300 টাকা এবং SC, ST, PwBD শ্রেণীর প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু20.02.2025
আবেদনের শেষ তারিখ11.03.2025
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ12.03.2025
লিখিত পরীক্ষার তারিখ23.03.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment