Post Office New Scheme: পোস্ট অফিসের নতুন দুর্দান্ত স্কিম, বিস্তারিত জানুন

Post Office New Scheme : এখন বর্তমানে আমাদের এই দেশের প্রায় প্রতিটা মানুষই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত ও সুনিশ্চিত করতে বিভিন্ন জায়গায় নিজেদের অর্থ সঞ্চয় করে রাখেন। আর এই সঞ্চয় করে রাখা টাকা জাতে কোনো রকম কোনরকম ভাবে খোয়া না যায় তার জন্য প্রতিটা ব্যাক্তিরি একটা নির্দিষ্ট এবং সঠিক ও সুরক্ষিত স্থানে নিজেদের অর্থ সঞ্চয় করে রাখা উচিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই অর্থ সঞ্চয় অথবা বিনিয়োগ করা রয়েছে দেশের মধ্যে একাধিক মাধ্যম। এগুলির মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদের বিনিয়োগ করতে পারবেন। তবে আপনারা যে সমস্ত সংস্থা গুলিতে বিনিয়োগ করবেন তার মধ্যে সবথেকে সুরক্ষিত ও নিরাপদ হলো যেকোনো সরকারি প্রতিষ্ঠান।

বর্তমানে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে, যেগুলি মাধ্যমে বিনিয়োগকারীরা চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং সেটা পরবর্তীকালে সেই বিনিয়োগকারীর অর্থের ওপর নির্দিষ্ট পরিমাণ সুদ সহ ফেরত পাওয়া যাবে। আর আপনাদের এই বিনিয়োগ করতে যাতে বিভিন্ন দিকে ছুটে বেড়াতে অথবা বিভ্রান্ত হতে না হতে হয়, তার জন্য আমরা আজকে ভারতীয় ডাক বিভাগের একটা দুর্দান্ত বিনিয়োগ স্কিমের কথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। যেটাতে আপনি যদি একবার বিনিয়োগ করেন তাহলে আপনাদের বিনিয়োগ করা টাকার উপর দ্বিগুণ সুদ পাবেন। তাহলে চলুন এবার দেখে নিও যাক এই বিনিয়োগ প্রকল্পটা সম্বন্ধে সমস্ত রকম তথ্য একটু বিস্তারিত ভাবে।

পোস্ট অফিসের নতুন দুর্দান্ত স্কিম :

দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলির মত এবার বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে ও একাধিক বিনিয়োগের স্কিম সাধারণ জনগণের কাছে তুলে ধরা হয়েছে। যেখানে বিনিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায় এবং যেটা অন্যান্য বেসরকারি প্রকল্পে প্রদান করা হয় না। পোস্ট অফিসের তরফ থেকে যে সমস্ত বিনিয়োগ স্কিম গুলি রয়েছে, সেগুলি মূলত নূন্যতম এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন হয়ে থাকে।

দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে তার সুদের পরিমাণও বেশ অনেকটাই বেশি হয়, কথা অবশ্যই মনে। তবে কোনো ব্যক্তি যদি 5 বছরের বেশি সময় এর জন্য বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি নিজের বিনিয়োগের অর্থকে তিনগুণ করতে পারে। কেউ এটিতে যে পরিমাণ টাকায় বিনিয়োগ করুক না কেনো, কেবল শুরু থেকে দ্বিগুণ উপার্জন করা সম্ভব এখানে।

Read More: আইআইটি হায়দ্রাবাদে কর্মী নিয়োগ

কিভাবে দ্বিগুণ করবেন আপনার বিনিয়োগের অর্থ কে ?

পোস্ট অফিসের বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ অথবা তিন গুণ করতে চাইলে প্রতিটা বিনিয়োগকারী ব্যক্তিকে ন্যূনতম 5 বছরের স্কিম বেছে নিতে হবে, আর এই পাঁচ বছরের প্রকল্পের সর্বোচ্চ 7.5% হারে সুদ প্রদান করা হয়। তবে এই সমস্ত প্রকল্পগুলির ম্যাচিউরিটি হওয়ার পূর্বে পরপর দুবার এক্সটেনশনটি করতে হবে, অর্থাৎ 15 বছরের জন্য সেই বিনিয়োগকে আপনাকে সম্পূর্ণ করতে হবে।

কেউ যদি এই বিনিয়োগ অথবা ফিক্সড ডিপোজিট এ 5 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে 7.5% সুদের হারে পাঁচ বছরে ওই টাকার পরিমাণের ওপরে 2,24,974 টাকা সুদ পাওয়া যাবে, এইভাবে মোট অর্থের পরিমাণ 7,24,974 টাকা হবে। কিন্তু কেউ যদি এই টিমটি পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেয় তাহলে শুধুমাত্র সুদ হিসেবে চেয়ে 5,51,175 টাকা পাবে। এবং দশ বছর পরে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 10,51,175 টাকা। এই ম্যাচিওর হওয়ার আগে আরো একবার বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে ১৫ তম বছরে শুধুমাত্র সুদ হিসেবে সেই ব্যক্তি 10,24,149 টাকা পেয়ে যাবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment