Nabanna Scholarship 2025: মাধ্যমিক পাস করলেই পাবেন নবান্ন স্কলারশিপ, কিভাবে আবেদন করবেন ?

Nabanna Scholarship 2025 : আপনি কি এই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা ? আপনি কি একজন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অথবা পাস করে রয়েছেন কিংবা পরীক্ষার্থীর পরিবারের কেউ ? যদি হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন কর্তৃক রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য। যেটা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে সরকারের তরফ থেকে। চলুন তাহলে দেখে নিন এবার বিস্তারিত বিষয়টা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা এর আগেও প্রচুর প্রকল্প যে সাধারণ জনগণের জন্য। আর এই সমস্ত প্রকল্পগুলির প্রত্যেকটির পেছনে রয়েছে কোনো না কোনো বিশেষ কারণ। যে একই মত এই স্কিমেরও একটি বিরাট উদ্দেশ্য রয়েছে। রাজ্যের যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন উত্তীর্ণ প্রার্থী রয়েছেন অথবা এর পরবর্তীতে যেকোনো উচ্চ বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সেই সমস্ত পড়ুয়াদের আগামীতে শিক্ষার অগ্রগতির জন্য এই নতুন স্কিমটি আনা হয়েছে।

মেধাবী এবং আর্থিক দিক থেকে অসচ্ছল এমন পরিবারের হয়ে থাকলে আপনিও এই প্রকল্পের সুবিধাটি নিতে পারেন। রাজ্য সরকার সাধারণত রাজ্যের বিভিন্ন ধরনের জনগণের জন্য বিভিন্ন ধরনের স্কিমের সুবিধা নিয়ে এসেছেন। ছেলে বুড়ো থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত সবার জন্য নতুন নতুন নানা ধরনের উপকারী প্রকল্প নিয়ে এসেছেন মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার রাজ্যের প্রতিটি পূর্বাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য নবান্ন কর্তৃক এই স্কিম শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে “নবান্ন স্কলারশিপ”। চলুন তাহলে এবার দেখে নিন কিভাবে এখানে আবেদন করবেন ? কি কি ডকুমেন্টস প্রয়োজন আবেদন করার জন্য ? কত টাকা অনুদান পাওয়া যাবে এই স্কলারশিপটির মাধ্যমে ? কত তারিখ অব্দি আবেদন জানানো যাবে। ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর ধাপে ধাপ।

Read More: উচ্চ মাধ্যমিক পাশে মিশো তে প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ

কি কি যোগ্যতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে ?

রাজ্য সরকারের এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে, আবেদনকারী পড়ুয়া কে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসিন্দা এর প্রমাণপত্র হিসেবে উপযুক্ত ডকুমেন্টস্ থাকা বাঞ্ছনীয়। আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা প্রার্থী অথবা পাস করা প্রার্থী হতে হবে তবে শতাংশের উপর এর কিছু নিয়ম রয়েছে। আবেদনকারী বড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ্য 20 হাজার টাকার কম । আয়ের প্রমাণপত্র হিসেবে আবেদনকারী কে পৌরসভা কেন্দ্র পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিতে হবে।

কি কি ডকুমেন্টস্ প্রয়োজন এখানে আবেদন করতে হলে ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নতুন স্কলারশিপটিতে আবেদন করতে হলে, আবেদনকারী পড়ুয়ার প্রয়োজন পড়বে বেশ কিছু ডকুমেন্টস্ এর, সেগুলি হলো –

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রিসিভ কপি
  • মোবাইল নং
  • ইমেইল আইডি
  • মাধ্যমিক এর মার্কশিট ও পাস সার্টিফিকেট
  • উচ্চ মাধ্যমিক এর মার্কশীট ও পাস সার্টিফিকেট
  • স্নাতক পাস মার্কশিট ও পাস সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি।

কত টাকা অনুদান পাওয়া যাবে এই স্কলারশিপ এর মাধ্যমে ?

যে সমস্ত ব্যক্তিরা এখানে সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন তাদের অনুদান সাধারণত দেওয়া হবে 10 হাজার টাকা। এবং যারা স্পেশাল কোনো কোর্সে যুক্ত হবেন বা তার জন্য স্কলারশিপ নিতে আবেদন জানাবেন সে সমস্ত ওর পড়ুয়ারা 12 হাজার টাকা পাবে অনুদান।

কত তারিখ অব্দি আবেদন করা যাবে এই স্কলারশিপে ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নবান্ন স্কলারশিপে আবেদন করানো যাবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল ওয়েবসাইটClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment