আপনার টাকা কি আদৌ সুরক্ষিত ! কেননা RBI জরিমানা জারি করল এই 5টি ব্যাংকের ওপরে

সারা দেশ জুড়ে একাধিক জনপ্রিয় ব্যাংকের ওপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি এক বেশ মোটা অংকের জরিমানা জারি করেছে। সাম্প্রতিক দিনগুলিতে RBI বেশ কয়েকটি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি এবং সেই ভিত্তিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক মোট 5টি ব্যাংকের উপর ভারী অংকের জরিমানা আরোপ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়াও জনপ্রিয় 10টি ফিনান্স কোম্পানির লাইসেন্সও বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কি কারনে এই পদক্ষেপ কর গ্রহণ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। সেই সম্বন্ধিত সমস্ত রকম তথ্য নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

দেশের জনপ্রিয় 5টি ব্যাংকের ওপর জরিমান দায়ের RBI এর :

গুরুত্বপূর্ণ কিছু ব্যাংকিং নিয়ম না মেনে চলার জন্য সাম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক নিচে উল্লেখিত 5টি ব্যাংকের ওপরে জরিমানা আরোপ করেছে। সেই ব্যাংক গুলি হল – জনতা সহকারি ব্যাংক (মহারাষ্ট্র) – মোট জরিমানা 1.5 লক্ষ টাকা, দ্য বারামুল্লা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (কাশ্মীর) – মোট জরিমান 5 লক্ষ টাকা, দ্য অনন্তনাগ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (কাশ্মীর) – মোট জরিমান 1 লক্ষ টাকা, দ্য যোগিন্দর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক (হিমাচলপ্রদেশ) – মোট জরিমান 1 লক্ষ টাকা, দ্য গুরুদাসপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (পাঞ্জাব) – মোট জরিমান 1 লক্ষ টাকা ।

কেন ভারতীয় রিজার্ভ ব্যাংক ওপরে উল্লেখিত ব্যাংক গুলির বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নিয়েছে :

আমরা যে সমস্ত ব্যাংক এবং তাদের জরিমানা টাকা ওপরে উল্লেখ করেছি, সেগুলির ওপরে রিজার্ভ ব্যাংক জরিমানা জারি করেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম না মানার। সেই নিয়মগুলি হল – জনতা সহকারি ব্যাংক সময়মতো আমানত শিক্ষা ও সচেতনতা

তহবিলের দাবিবিহীন অর্থ স্থানান্তর করেনি। থেকে এবার অনন্তনাগ ও বারামুল্লা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক গুলি রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা লংঘন করে নতুন আমানত গ্রহণ করেছে। এছাড়াও যোগিন্দর কেন্দ্রীয় সমবায় ব্যাংক পরিচালকদের জন্য ঋণ অনুমোদন করেছে, যেটা RBI এর নিয়মের লংঘন করে তৈরি করা হয়েছে। গুরুদাসপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও পরিচালকদের ঋণ দিয়েছে যা নিয়ম লঙ্ঘন।

Read More: কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন

RBI বাতিল করেছে 10টি নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানির লাইসেন্স :

RBI অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা অবস্থিত মোট 10টি ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। কেননা এই কোম্পানিগুলো আর NBFC হিসেবে ব্যবসা করত না । সেই কোম্পানি গুলির নাম হল –

  • Gaja Fincorp Private Limited
  • Lokpriya Trade and Agency Private Limited
  • Raikot Finance and Investment Private Limited
  • Mahima Commercial Co-Operative Private Limited
  • Vaishnavi Business Private Limited
  • Doyen Business Private Limited
  • Ayesh Credit Private Limited
  • Rani Sati merchandise Private Limited
  • Torrent Merchandise Private Limited
  • Jogima Trading Private Limited

লাইসেন্স সমর্পণ করে দিয়েছে কোম্পানিগুলির মধ্যে তিনটি :

বাতিলকৃত লাইসেন্স ছাড়াও আরো তিনটি কোম্পানির স্বেচ্ছায় আর্থিক পরিষেবা প্রদানের ব্যবসা থেকে বেরিয়ে আফার সিদ্ধান্ত নিয়েছে। সেই কোম্পানিগুলি হলো –

  • Walton Street India Finance Private Limited
  • RV Techno Investment Private Limited
  • Panghat Finance Company Private Limited

এখানে মোদ্দা কথা এটাই হচ্ছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক কঠোরভাবে পর্যবেক্ষণ করে চলেছে প্রতিনিয়ত যে দেশের মধ্যে থাকা সমস্ত ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিগুলি তাদের নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করছে কিনা। গ্রাহকদের জন্য আর্থিক ব্যবস্থা নিরাপদ ও নির্ভরযোগ্য রাখার লক্ষ্যে এই পদক্ষেপগুলো করা হয়েছে এবং জরিমানা ও লাইসেন্স বাতিলকরণ ব্যাংকিং এবং আর্থিক্ষাতে শৃঙ্খলা বজায় রাখার জন্য রিজার্ভ ব্যাংকের প্রচেষ্টার অংশ।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment