সাংসদদের বেতন বাড়লো এক ধাক্কায় 24% । সাধারণ কর্মচারীদের হবে কি

দেশের সাংসদদের (MP) বেতন এবং ভাতা বৃদ্ধি করা সিদ্ধান্ত নিল এবার কেন্দ্র সরকার। সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাংসদদের মাসিক বেতন ২৪% বৃদ্ধি করা হচ্ছে। এমনকি এটি ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে সাংসদরা ২ বছরের বকেয়া বেতন এরিয়ার হিসেবে পেয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন বেতন কাঠামো কেমন হবে?

জানা যাচ্ছে, আগে সাংসদদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার টাকা। আগে সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা ছিল, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫০০ টাকা। পাশাপাশি প্রাক্তন সাংসদরাও যেখানে ২৫ হাজার টাকা পেনশন পেতেন, সেখানে ৩১ হাজার টাকা পেনশন পাবেন। এছাড়া যারা ৫ বছরের বেশি সাংসদ ছিলেন তাদের অতিরিক্ত পেনশন ২০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে।

Read more: ভারত ইলেকট্রনিক্স এ টেকনিশিয়ান নিয়োগ

বকেয়া বেতন কবে পাবেন সংসদরা?

এই বেতন বৃদ্ধি ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে সরকারের সিদ্ধান্ত আসতে আরো ২ বছর সময় লেগেছে। তাই সংসদরা পূর্ববর্তী ২৪ মাসের বকেয়া অর্থ খুব তাড়াতাড়ি তাদের এরিয়ার হিসেবে পেয়ে যাবে। বকেয়া হিসেবে সাংসদদের অতিরিক্ত ৫ লক্ষ ৭৬ হাজার টাকা করে প্রদান করা হবে।

কেন বেতন বৃদ্ধি?

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সাংসদদের বেতন বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষ যেখানে মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত হয়ে রয়েছে, সেখানে সাংসদদের এই সাময়িক বেতন বৃদ্ধি কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্ন উঠছে।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া :

বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আসছে। অনেকেই মনে করছেন, যখন সাধারণ কর্মচারীদের বেতন বাড়ানো হলো না, তখন সাংসদদের বেতন হঠাৎ কেন এত বৃদ্ধি করা হল? আবার কেউ বলছেন, যেহেতু সাংসদদের অনেক দায়িত্ব, তাই তাদের বেতন বৃদ্ধিও গুরুত্বপূর্ণ।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment