IPPB Recruitment 2025: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আবারো কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন

IPPB Recruitment 2025 : IPPB অর্থাৎ India Post Payment Bank এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় COO, CCO সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদেরকে সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং দেরি না করে সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি অবশ্যই তাড়াতাড়ি পড়ে ফেলুন এবং যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলুন।

পোষ্ট তারিখ (Post Date) : উল্লিখিত চাকরির প্রতিবেদনটি অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে গত 29.03.2025 তারিখে।

নিয়োগকারী সংস্থা : India Post Payment Bank

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 3 ধরনের পদে। সেগুলি হলো –

  1. Chief Operating Officer
  2. Chief Compliance Officer
  3. Internal Ombudsman

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন বাপ থাকতে হবে যে কোন বিষয় নিয়ে। এছাড়াও উল্লেখিত রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 38 থেকে 65 বছরের মধ্যে।

Read More: ভারতীয় মহাকাশ গবেষণাগার কেন্দ্রে কর্মী নিয়োগ হচ্ছে

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে যে সমস্ত ব্যক্তিরা চাকরিতে নিযুক্ত হবেন তাদের কি পরিমান বেতন দেয়া হবে সেটা সম্বন্ধে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি একবার দেখে নিন।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 3টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে সরাসরি এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যাকে প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে নিজের রেজিস্ট্রেশন করবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি অফ পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করবে।

পূরণ হয়ে যাওয়ার পর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দেবে। আপলোড হয়ে গেলে সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করে দিলেই তোমার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মূল্যায়ন পরীক্ষা, গ্রুপ আলোচনা বা অন্যান্য পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।

আবেদন মূল্য (Application Fee) :

SC, ST, PWD শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য 150 টাকা এবং বাকি সকল শ্রেণীর চাকরি-বাকরিদের জন্য 750 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 18.04.2025 পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment